মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৭৭
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৭। হযরত জাবের (রাঃ) বলেন, ছাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যাহার কোন জমি আছে সে যেন উহাতে চাষ করে অথবা তাহার ভাইকে মোফতে দেয়। যদি সে তাহা না করে, তবে সে তাহার জমি ধরিয়া রাখুক। — মোত্তাঃ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أرضه»

হাদীসের ব্যাখ্যা:

‘ধরিয়া রাখুক' – ইহা ভর্ৎসনাস্বরূপ বলা হইয়াছে। যেমন, আমরা বলি, সে তাহা নিয়া মরুক গিয়া। ইহাতে বুঝা গেল যে, কাহারও জায়গা-জমি বা টাকাকড়ি থাকিলে তাহা উৎপাদনের কাজে না লাগাইয়া বসাইয়া রাখা শরীঅত কখনও পছন্দ করে না। মোফতে কাহাকেও দিয়া হইলেও কাজে লাগাইবে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৭৭ | মুসলিম বাংলা