মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৭৬
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৬। তাবেয়ী আমর ইবনে দীনার বলেন, আমি তাবেয়ী তাউসকে বলিলাম, আপনি যদি বর্গা দেওয়া ছাড়িয়া দিতেন। কেননা, ওলামারা মনে করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করিয়াছেন। তিনি বলিলেন, আমর! আমি কৃষকদের দান করি এবং সাহায্যও করি। আমাদের ওলামাদের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি অর্থাৎ, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করেন নাই। অবশ্য তিনি এ কথা বলিয়াছেন, তোমাদের কাহারও পক্ষে আপন ভাইকে বিনা বিনিময়ে ধাররূপে জমি দেওয়া উহার উপর নির্দিষ্ট কর গ্রহণ করা অপেক্ষা উত্তম। -মোত্তাঃ
وَعَن عَمْرو قَالَ: قلت لطاووس: لَوْ تُرِكَتِ الْمُخَابَرَةُ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُ قَالَ: أَيْ عَمْرٌو إِنِّي أُعْطِيهِمْ وَأُعِينُهُمْ وَإِنَّ أَعْلَمَهُمْ أَخْبَرَنِي يَعْنِي ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ ينْه عَنهُ وَلَكِن قَالَ: «أَلا يَمْنَحْ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهِ خَرْجًا مَعْلُومًا»
হাদীসের ব্যাখ্যা:
'কর গ্রহণ করা' – অর্থাৎ, বর্গার অংশ গ্রহণ করা। ইহাও এক রকমের কর।
