মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৭৫
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৫। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) বলেন, আমরা মদীনার সর্বাপেক্ষা অধিক জমিওয়ালা ছিলাম। আমাদের মধ্যে কেহ তাহার যমীন এইভাবে বর্গা দিত, বলিত, যমীনের এই টুকরা আমার আর এই টুকরা তোমার। অথচ কখনও কখনও এই টুকরায় ফসল উৎপন্ন হইত আর ঐ টুকরায় হইত না। অতঃপর নবী করীম (ﷺ) তাহাদেরকে ইহা নিষেধ করিলেন। —মোত্তাঃ
وَعَن رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: كُنَّا أَكْثَرَ أَهْلِ الْمَدِينَةِ حَقْلًا وَكَانَ أَحَدُنَا يُكْرِي أَرْضَهُ فَيَقُولُ: هَذِهِ الْقِطْعَةُ لِي وَهَذِهِ لَكَ فَرُبَّمَا أَخْرَجَتْ ذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ فَنَهَاهُمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
