মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৭৪
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৪। তাবেয়ী হানযালা ইবনে কায়স হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমার দুই চাচা আমাকে বলিয়াছেন, তাঁহারা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইরূপে যমীন কেরায়া (বর্গা) দিতেন—যাহা খালের নিকটের যমীনে ফলিবে তাহা তাহাদের। অথবা যমীনওয়ালা অপর কোন অংশ বাদ রাখিত (উহার ফসল তাহাকে দিতে হইত)। অতঃপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইরূপ করিতে নিষেধ করিলেন। হানযালা বলেন, আমি রাফে'কে জিজ্ঞাসা করিলাম, দেরহাম ও দীনারের বিনিময়ে কেরায়া দেওয়া (লাগিত করা) কেমন? তিনি বলিলেন, ইহাতে কোন আপত্তি নাই। (রাফে' অথবা কোন রাবী অথবা ইমাম বোখারী বলেন, যাহা হইতে নিষেধ করা হইয়াছে, তাহা এই সুরতই। হালাল-হারাম অভিজ্ঞ বিবেচক ব্যক্তিরা যদি এই সম্পর্কে চিন্তা-ভাবনা করেন, তবে উহার অনুমতি দিবেন না। যেহেতু উহাতে বিপদের (ঠকাঠকির) আশংকা রহিয়াছে। —মোত্তাঃ
وَعَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ عَنْ رَافِعِ بْنِ خديج قَالَ: أَخْبَرَنِي عَمَّايَ أَنَّهُمْ كَانُوا يُكْرُونَ الْأَرْضَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يَنْبُتُ عَلَى الْأَرْبَعَاءِ أَوْ شَيْءٍ يَسْتَثْنِيهِ صَاحِبُ الْأَرْضِ فَنَهَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقُلْتُ لِرَافِعٍ: فَكَيْفَ هِيَ بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ؟ فَقَالَ: لَيْسَ بِهَا بَأْسٌ وَكَأَنَّ الَّذِي نُهِيَ عَنْ ذَلِكَ مَا لَوْ نَظَرَ فِيهِ ذَوُو الْفَهْمِ بِالْحَلَالِ وَالْحَرَامِ لَمْ يُجِيزُوهُ لِمَا فِيهِ مِنَ الْمُخَاطَرَةِ
হাদীসের ব্যাখ্যা:
যাহারা বর্গাকে জায়েয মনে করেন তাহারা বলেন, হুযূর বর্গার এই সুরতকেই নিষেধ করিয়াছেন। বর্গামাত্রকেই নহে।
