মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৭৩
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৩। সেই হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা বর্গার কারবার করিতাম, আর ইহাতে কোন আপত্তি আছে বলিয়া মনে করিতাম না, যাবৎ না রাফে' ইবনে খাদীজ বলিলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করিয়াছেন। অতঃপর ইহার কারণে আমরা উহা ত্যাগ করিলাম। -মুসলিম
وَعنهُ قَالَ: كُنَّا نخبر وَلَا نَرَى بِذَلِكَ بَأْسًا حَتَّى زَعَمَ رَافِعُ ابْن خَدِيجٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا فَتَرَكْنَاهَا مِنْ أَجْلِ ذَلِكَ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ইমাম আবু হানীফা (রঃ)-এর মতেরই পোষকতা রহিয়াছে।
