মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৫২

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৫২। হযরত সা'দ (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) স্ত্রীলোকদের বায়আত গ্রহণ করিতেছিলেন, একজন ভদ্র মহিলা দাড়াইয়া গেলেন, দেখিতে যেন মোযার গোত্রের মহিলা এবং বলিলেন, ইয়া নাবীয়াল্লাহ্! আমরা মহিলা সমাজ আমাদের পিতাদের ও স্বামীদের পক্ষে বোঝাস্বরূপ, সুতরাং তাহাদের মাল হইতে আমাদের পক্ষে কি মাল (গ্রহণ করা) হালাল হইবে? হুযূর (ﷺ) বলিলেনঃ সহজে পঁচনশীল মাল— তাহা তোমরা খাইতেও পার এবং অপরকে হাদিয়াও দিতে পার। – আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান