মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৫৩

পরিচ্ছেদঃ ৮. তৃতীয় অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৫৩। আবিউল লাহমের দাস হযরত উমায়র (রাঃ) বলেন, একবার আমার মনিব আমাকে গোশত শুকাইতে নির্দেশ দিলেন। এ সময় আমার নিকট একটা মিসকীন আসিল এবং আমি উহা হইতে তাহাকে কিছু খাওয়াইলাম। আমার মনিব ইহা অবগত হইলেন এবং আমাকে মারিলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলাম এবং তাঁহাকে ইহা বলিলাম। তিনি তাঁহাকে ডাকাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি তাহাকে মারিলে কেন? তিনি বলিলেন, তাহাকে নির্দেশ দেওয়া ব্যতীত সে আমার খাদ্য অন্যকে খাওয়ায়। হুযূর বলিলেনঃ (তাহাকে মারিও না) ইহার সওয়াব তোমাদের উভয়ের মধ্যে বন্টিত হইবে।
অপর এক রেওয়ায়তে আছে, উমায়র বলেন, আমি দাস ছিলাম। অতএব, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম, হুযুর! আমি আমার মনিবের মাল হইতে কিছু দান করিতে পারি কিনা? হুযুর বলিলেনঃ হ্যাঁ, পার, তবে সওয়াব তোমাদের উভয়ের মধ্যে আধাআধি হইবে। — মুসলিম
অপর এক রেওয়ায়তে আছে, উমায়র বলেন, আমি দাস ছিলাম। অতএব, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম, হুযুর! আমি আমার মনিবের মাল হইতে কিছু দান করিতে পারি কিনা? হুযুর বলিলেনঃ হ্যাঁ, পার, তবে সওয়াব তোমাদের উভয়ের মধ্যে আধাআধি হইবে। — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান