মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৯৫৪
details icon

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - দান করে দান ফেরত না নেবার বর্ণনা।

কাহাকেও কিছু দান করিয়া উহা ফেরৎ লওয়া অত্যন্ত ঘৃণিত কাজ। এইরূপ করা উচিত নহে। এমন কি তাহার নিকট হইতে মূল্য দিয়া খরিদ করাও সমীচীন নহে। কারণ, হয়তো চোখ লজ্জায় সে উহা তাহাকে কম মূল্যে দিবে। সামনের হাদীস হইতে ইহাই বুঝা যায়। —অনুবাদক
১৯৫৪। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমি জেহাদে এক গাযীকে বাহনরূপে একটি ঘোড়া দান করিয়াছিলাম। সে উহাকে (অযত্নে) নষ্ট করিয়া ফেলিল। আমি উহা খরিদ করিতে ইচ্ছা করিলাম এবং ভাবিলাম যে, সে উহা সস্তা দরে দিবে। অতঃপর আমি এ ব্যাপারে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন: উহা খরিদ করিও না এবং তোমার দান তুমি ফেরৎ লইও না – যদিও সে উহা তোমাকে এক দিরহামেও দেয়। কেননা, আপন দান ফেরৎ গ্রহণকারী হইল সেই কুকুরের ন্যায় যে আপন বমি ফেরৎ খায়। অপর বর্ণনায় আছে, তুমি তোমার দান ফেরৎ লইও না। কেননা, যে আপন দান ফেরৎ লয়, সে যেন আপন বমি ফেরৎ খায় ! -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান