মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৯৫৫
details icon

পরিচ্ছেদঃ ৯. প্রথম অনুচ্ছেদ - দান করে দান ফেরত না নেবার বর্ণনা
১৯৫৫। হযরত বুরায়দা (রাঃ) বলেন, একদা আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম, এমন সময় তাঁহার নিকট একটি স্ত্রীলোক আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। আমি আমার মাকে একটি বাদী দান করিয়াছিলাম। তিনি মারা গিয়াছেন (এবং বাদীটি আমি উত্তরাধিকার সূত্রে পাওনা হইয়াছি, ইহা কি দান ফিরাইয়া লওয়ার অন্তর্গত হইবে)? হুযূর (ছাঃ) বলিলেন: তোমার সওয়াব নির্ধারিত হইয়া গিয়াছে, আর উত্তরাধিকার উহা তোমাকে ফিরাইয়া দিয়াছে।

অতঃপর স্ত্রীলোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! তাহার একমাসের রোযা বাকি রহিয়াছে। আমি কি তাঁহার পক্ষ হইতে ঐ রোযা রাখিতে পারি? হুযুর বলিলেন, হ্যাঁ, তাঁহার পক্ষ হইতে রোযা রাখিতে পার। পুনরায় স্ত্রীলোকটি জিজ্ঞাসা করিল, তিনি কখনও হজ্জ করেন নাই। আমি কি তাঁহার পক্ষ হইতে হজ্জ করিতে পারি? হুযুর বলিলেন, হ্যাঁ, তাঁহার পক্ষ হইতে হজ্জ করিতে পার। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান