মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৪৭

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৪৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন; যখন স্ত্রী তাহার ঘরের খাদ্য হইতে কিছু দান করে অপচয় না করিয়া—তাহার সওয়াব হয়, সে যে দান করিল তাহার কারণে এবং স্বামীর সওয়াব হয়, সে যে উপার্জন করিল উহার কারণে। মাল রক্ষক খাজাঞ্চীর জন্যও রহিয়াছে উহার অনুরূপ। ইহাতে একে অন্যের সওয়াবের কিছুই কম করিবে না। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪৮

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন স্ত্রী দান করে আপন স্বামীর উপার্জন হইতে তাহার অনুমতি ব্যতীত, তাহার সওয়াব হয় স্বামীর অর্ধেক। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪৯

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৪৯। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমানতদার মুসলমান খাজাঞ্চী যাহাকে (মনিবের পক্ষ হইতে) যাহার নির্দেশ দেওয়া হয়, তাহা সে প্রদান করে মনের খুশীর সাথে পুরাপুরিভাবে এবং পৌঁছাইয়া দেয় উহা যাহাকে দিতে বলা হইয়াছে তাহাকে সেও দানকারীদেরই একজন। --মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৫০

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৫০। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, হুযুর! আমার মা হঠাৎ মারা গিয়াছেন। আমার ধারণা, তিনি যদি কিছু বলার সুযোগ পাইতেন কিছু দান করিয়া যাইতেন। এখন আমি যদি তাহার পক্ষ হইতে দান করি, তিনি উহার সওয়াব পাইবেন কি? হুযূর (ছাঃ) বলিলেনঃ হ্যাঁ। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান