মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৩২২
details icon

পরিচ্ছেদঃ ৩৯. প্রথম অনুচ্ছেদ - নফল সালাত।

[তাহিয়্যাতুল ওযূ, সালাতুত্‌ তসবীহ্, সালাতুল এস্তেগফার ও এস্তেখারার দো'আ]
তাহিয়্যাতুল ওযূঃ

১৩২২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের নামাযের সময় বেলালকে বলিলেনঃ বেলাল! বল দেখি, মুসলমান হইয়া তুমি এমন কোন্ কাজ করিয়াছ যাহার সওয়াবের আশা তুমি অধিক করিতে পার ? কেননা, আমি তোমার জুতার শব্দ বেহেশতে আমার সম্মুখে শুনিতে পাইয়াছি তখন বেলাল বলিলেন, হুযূর, আমি এছাড়া এমন কোন কাজ করি নাই যাহা আমার নিকট অধিক সওয়াবের কারণ হইতে পারে। আমি রাত্রি বা দিনের যে কোন সময়েই ওযূ করিয়াছি তখনই সেই ওযূ দ্বারা নামায পড়িয়াছি, যাহা (আল্লাহর পক্ষ হইতে) আমাকে তৌফীক দেওয়া হইয়াছে। (অর্থাৎ, আমি সর্বদা ওযূর পর দুই রাকআত 'তাহিয়্যাতুল ওযূ'র নামায পড়িতে চেষ্টা করিয়াছি।) — মোত্তাঃ
এস্তেখারার নিয়ম ও দো'আঃ
এস্তেখারা শব্দের অর্থ হইল, কাহারও নিকট মঙ্গলের প্রার্থনা করা। এখানে ইহার অর্থ, আল্লাহর নিকট কোন বিশেষ কাজে এক বিশেষ নিয়মে প্রার্থনা করা।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান