মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৩১৯

পরিচ্ছেদঃ ৩৮. তৃতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্তের সালাত
১৩১৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি যোহার নামায আট রাকআত পড়িতেন, অতঃপর বলিতেন, যদি এ সময় আমার পিতা-মাতা জিন্দা হইয়াও আমার নিকট আসেন (তাঁহাদের দেখিবার জন্যও) আমি উহা ছাড়িব না। — মালেক

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৩২০

পরিচ্ছেদঃ ৩৮. তৃতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্তের সালাত
১৩২০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যোহার নামায পড়া আরম্ভ করিতেন, যাহাতে আমরা মনে করিতাম যে, তিনি আর উহা ছাড়িবেন না। আবার উহা ছাড়িয়া দিতেন, যাহাতে আমরা মনে করিতাম যে, তিনি আর উহা কখনও পড়িবেন না। -তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৩২১

পরিচ্ছেদঃ ৩৮. তৃতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্তের সালাত
১৩২১। তাবেয়ী মোআররেক ইজলী বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি যোহার নামায পড়িয়া থাকেন ? তিনি বলিলেন, না। আমি পুনঃ জিজ্ঞাসা করিলাম, তবে হযরত ওমর (রাঃ) পড়িতেন কি? তিনি বলিলেন, তিনিও না। আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, তবে হযরত আবু বকর (রাঃ)? তিনি বলিলেন, তিনিও না। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, তবে নবী করীম (ﷺ) ? তিনি উত্তর করিলেন, আমি মনে করি তিনিও না। —বোখারী

তাহকীক:
তাহকীক চলমান