মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১২৯১
details icon

পরিচ্ছেদঃ ৩৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মাত্র এক মাস কাল কুনূত পড়িয়াছিলেন অতঃপর উহা ত্যাগ করেন। —আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১২৯২
details icon

পরিচ্ছেদঃ ৩৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯২। তাবেয়ী হযরত আবু মালেক আশজায়ী (রঃ) বলেন, আমি একবার আমার পিতাকে বলিলাম, পিতঃ, আপনি রাসূলুল্লাহ্ (ﷺ), হযরত আবু বকর, ওমর, ওসমান এবং এখানে কুফায় প্রায় পাঁচ বৎসরকাল হযরত আলী মোরতাযার পিছনে নামায় পড়িয়াছেন; তাঁহারা কি কুনূত পড়িয়াছেন? তিনি বলিলেন, বাবা, ইহা নূতন আবিষ্কৃত —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১২৯৩
details icon

পরিচ্ছেদঃ ৩৬. তৃতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯৩। হযরত হাসান বসরী (রঃ) হইতে বর্ণিত আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) লোকদিগকে হযরত উবাই ইবনে কা'ব সাহাবীর পিছনে (তারাবীর নামায পড়িতে) একত্রিত করেন। তিনি বিশ দিন যাবৎ তাঁহাদের নামায পড়াইতেন; কিন্তু (রমযানের) শেষার্ধ (আরম্ভ হওয়া) ব্যতীত কোন দিন কুনূত পড়িতেন না। যখন রমযানের শেষ দশ দিন উপস্থিত হইত তিনি (মসজিদে উপস্থিত হইতে) বিরত থাকিতেন এবং নিজের ঘরে নামায পড়িতেন। ইহাতে লোকেরা বলিত, উবাই পলায়ন করিয়াছে। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান