মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১২৮৯

পরিচ্ছেদঃ ৩৬. প্রথম অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৮৯। তাবেয়ী আসেম আওয়াল (রঃ) বলেন, একদা আমি হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে নামাযের দো'আ কুনূত সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, ইহা রুকুর পূর্বে না পরে? তিনি বলিলেন, রুকুর পূর্বে। রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এক মাসই রুকূর পরে কুনূত পড়িয়াছিলেন। ব্যাপার এই ছিল যে, একবার তিনি (বীরে মাউনার দিকে) ৭০ জন লোককে প্রেরণ করিয়াছিলেন, যাহাদিগকে কারী (কোরআনের আলেম) বলা হইত, তাহারা তথায় নিহত হন। অতএব, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস যাবৎ রুকুর পরে কুনুত পড়িতেন এবং তাহাদের (হত্যাকারীদের) জন্য বদ দোআ করিতে থাকেন। – মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান