মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯১
- নামাযের অধ্যায়
৩৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মাত্র এক মাস কাল কুনূত পড়িয়াছিলেন অতঃপর উহা ত্যাগ করেন। —আবু দাউদ ও নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا ثُمَّ تَرَكَهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘অতঃপর উহা ত্যাগ করেন'—ইমাম আবু হানীফার মতে ইহার অর্থ, বিতির ব্যতীত অপর সকল নামাযে উহা ত্যাগ করেন, আর ইমাম শাফেয়ীর মতে ইহার অর্থ, ফজর ব্যতীত অপর সকল নামাযে ত্যাগ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান