মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৯০
৩৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯০। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মাস যাবৎ বরাবর যোহর, আছর, মাগরিব, এশা ও ফজরের নামাযে যখন শেষ রাকআতে 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলিতেন, বনী সোলাইম গোত্রের রে'ল, যাকওয়ান ও উসাইয়্যা শাখার প্রতি বদ দোআ করিতেন এবং তাঁহার পিছনে যাঁহারা থাকিতেন তাঁহারা আমীন বলিতেন। —আবু দাউদ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظّهْر وَالْعصر وَالْمغْرب وَالْعشَاء وَصَلَاة الصُّبْح إِذا قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» مِنَ الرَّكْعَةِ الْآخِرَة يَدْعُو عَلَى أَحْيَاءٍ مَنْ بَنِي سُلَيْمٍ: عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ. رَوَاهُ أَبُو دَاوُد
