মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৯১
৩৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯১। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মাত্র এক মাস কাল কুনূত পড়িয়াছিলেন অতঃপর উহা ত্যাগ করেন। —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ شَهْرًا ثُمَّ تَرَكَهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
‘অতঃপর উহা ত্যাগ করেন'—ইমাম আবু হানীফার মতে ইহার অর্থ, বিতির ব্যতীত অপর সকল নামাযে উহা ত্যাগ করেন, আর ইমাম শাফেয়ীর মতে ইহার অর্থ, ফজর ব্যতীত অপর সকল নামাযে ত্যাগ করেন।
