মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯২
৩৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯২। তাবেয়ী হযরত আবু মালেক আশজায়ী (রঃ) বলেন, আমি একবার আমার পিতাকে বলিলাম, পিতঃ, আপনি রাসূলুল্লাহ্ (ﷺ), হযরত আবু বকর, ওমর, ওসমান এবং এখানে কুফায় প্রায় পাঁচ বৎসরকাল হযরত আলী মোরতাযার পিছনে নামায় পড়িয়াছেন; তাঁহারা কি কুনূত পড়িয়াছেন? তিনি বলিলেন, বাবা, ইহা নূতন আবিষ্কৃত —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَن أبي مَالك الْأَشْجَعِيّ قَالَ: قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ إِنَّكَ قَدْ صليت خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بكر وَعمر وَعُثْمَان وَعلي هَهُنَا بِالْكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ أَكَانُوا يَقْنُتُونَ؟ قَالَ: أَيْ بُنَيَّ مُحْدَثٌ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবত তখনকার কোন কোন লোক কুনূত সর্বদা সকল নামাযে পড়িতে আরম্ভ করিয়াছেন। অতএব, তিনি উহাকে বেদআত বলিলেন ; অন্যথায় অপরাপর হাদীসে কুনূত পড়ার স্পষ্ট প্রমাণ রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৯২ | মুসলিম বাংলা