মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৮৯
৩৬. প্রথম অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৮৯। তাবেয়ী আসেম আওয়াল (রঃ) বলেন, একদা আমি হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে নামাযের দো'আ কুনূত সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, ইহা রুকুর পূর্বে না পরে? তিনি বলিলেন, রুকুর পূর্বে। রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এক মাসই রুকূর পরে কুনূত পড়িয়াছিলেন। ব্যাপার এই ছিল যে, একবার তিনি (বীরে মাউনার দিকে) ৭০ জন লোককে প্রেরণ করিয়াছিলেন, যাহাদিগকে কারী (কোরআনের আলেম) বলা হইত, তাহারা তথায় নিহত হন। অতএব, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস যাবৎ রুকুর পরে কুনুত পড়িতেন এবং তাহাদের (হত্যাকারীদের) জন্য বদ দোআ করিতে থাকেন। – মোত্তাঃ
بَاب الْقُنُوْتِ
وَعَن عَاصِم الْأَحول قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْقُنُوتِ فِي الصَّلَاةِ كَانَ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: قَبْلَهُ إِنَّمَا قَنَتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ الرُّكُوعِ شَهْرًا إِنَّهُ كَانَ بَعَثَ أُنَاسًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ سَبْعُونَ رَجُلًا فَأُصِيبُوا فَقَنَتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ
হাদীসের ব্যাখ্যা:
'৭০ জন লোককে' – ইহারা সকলেই আহলে সুফ্ফার অন্তর্গত ছিলেন। দিনে কাঠ বিক্রয় করিয়া নিজেদের ও সুফ্ফাবাসীদের খাদ্য সংগ্রহ করিতেন এবং রাতে কোরআন আলোচনা করিতেন। হুযূর তাঁহাদিগকে ‘বীরে মাউনা' নামক স্থানের দিকে এক পত্র সহকারে প্রেরণ করেন। তথাকার রে’ল, যাকওয়ান ও উসাইয়্যা গোত্রের লোকেরা বিশ্বাসঘাতকতা করিয়া তাঁহাদের হত্যা করেন। কেবল এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় রক্ষা পান এবং এক ব্যক্তি বন্দী হন। হুযূর সে সকল গোত্রের জন্য বদ দো'আ করেন।
