মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৯৪
- নামাযের অধ্যায়
৩৬. তৃতীয় অনুচ্ছেদ - দুআ কুনূত
১২৯৪। একদা হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে কুনূত সম্পর্কে জিজ্ঞাসা করা হইল (উহা রুকুর পূর্বে কি পরে), তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রুকুর পরে কুনূত পড়িয়াছেন। অপর বর্ণনায় আছে, রুকূর পূর্বে ও উহার পরে (উভয় রকমে পড়িয়াছেন)। —ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَسُئِلَ أَن بْنُ مَالِكٍ عَنِ الْقُنُوتِ. فَقَالَ: قَنَتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ الرُّكُوعِ وَفِي رِوَايَةٍ: قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ. رَوَاهُ ابْنُ مَاجَهْ
তাহকীক: