মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৩২
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩২। হযরত উছমান (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে যে, তিনি কোন কবরের নিকট দাঁড়ালেই ক্রন্দন শুরু করতেন। তাতে তাঁর দাড়ি ভিজে যেত। একদিন তাঁকে জিজ্ঞেস করা হল, হযরত! আপনি বেহেশত দোযখের প্রসঙ্গ উঠলে তখন তো এরূপ ক্রন্দন করেন না, অথচ কবরের কাছে এলে কাঁদেন (এইরূপ কাঁদার কারণ কি)? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, পারলৌকিক মঞ্জিলসমূহের মধ্যে প্রথম মঞ্জিল হল কবর। এই মঞ্জিল হতে রেহাই পাওয়া গেলে পরবর্তী মঞ্জিলগুলোতে রেহাই পাওয়া আসান হয়ে যায়। আর এই মঞ্জিল হতে রেহাই না পাওয়া গেলে পরবর্তী মঞ্জিলগুলি আরও ভয়াবহ হয়। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আরও ইরশাদ করেছেন যে, আমি এমন কোন ভয়ানক স্থান দেখি নি যে, কবর তাহতে অধিকতর ভয়ানক নয়। -তিরমিযী, ইবনে মাজাহ তিরমিযী বলেছেন, এ হাদীসটি গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৩৩
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৩। উছমান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন মৃত ব্যক্তিকে দাফন করে ফারেগ হওয়ার পর সেখানে দাঁড়িয়ে উপস্থিত লোকদেরকে বলতেন, তোমাদের ভ্রাতার জন্য আল্লাহর দরবারে . মাগফেরাত কামনা কর এবং দুয়া কর যেন আল্লাহ এখন তাকে (ফিরিশতাদের প্রশ্নের জবাবে) ঈমানের উপরে অটল রাখেন, কেননা এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে। -আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৩৪
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৪। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কাফিরের জন্য তার কবরে নিরানব্বইটি সাপ মোতায়েন করা হয়। সেইগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে ও ছোবল মারতে থাকবে। তাদের একটি সাপ যমিনে নিঃশ্বাস ফেললে জমিনে কখনও ঘাস জন্মাত না। -দারেমী, তিরমিযীও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি নিরানব্বইটির স্থলে সত্তরটি সাপের কথা বলেছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৩৫
details icon

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৫। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত সা'দ ইবনে মুআয (রাযিঃ) ইন্তেকাল করলে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তার জানাযায় উপস্থিত হলাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমামতে তাঁর জানাযা পড়ার পর তাকে কবরে রাখা হলে এবং কবরের মাটি সমান করা হলে তখন রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ্ তাসবীহ পাঠ করলেন। আমরাও তাঁর সাথে দীর্ঘ সময় তাসবীহ পড়লাম। তারপর তিনি তাকবীর বললেন, আমরাও তাকবীর বললাম। অতঃপর তাঁকে এইরূপ তাসবীহ ও তাকবীর বলার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এই নেককার ব্যক্তির কবর অত্যন্ত সংকুচিত হয়ে আসছিল। (আমাদের তাসবীহ ও তাকবীর পাঠ করার ফলে) আল্লাহ পাক তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। -আহমদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৩৬
details icon

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৬। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, এই সেই ব্যক্তি (সা'দ), যার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাযায় সত্তর হাজার ফিরিশতা শরীক হয়েছিল; কিন্তু তার মত ব্যক্তির কবরও সংকুচিত করা হয়েছিল, অবশ্য পরে তা প্রশস্ত করে দেওয়া হয়।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান