মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩২

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৩২। হযরত আবু যর গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ বলেন, সর্বশ্রেষ্ঠ আমল হল আল্লাহর উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপন করা এবং আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা পোষণ করা। (আবু দাউদ)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৩

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৩৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর মুমিন সেই ব্যক্তি, যাকে মানুষ তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করে। (তিরমিযী ও নাসায়ী)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৪

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪। কিন্তু ইমাম বায়হাকী (রহ) “শুআবুল ঈমান” গ্রন্থে হযরত ফুযালার সূত্রে এ কথাগুলো বৃদ্ধি করেছেন সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে নিজের প্রবৃত্তির সাথে লড়াই করে। আর যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ বর্জন করে সেই প্রকৃত মুহাজির।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৫

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫। হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খুব কম ভাষণ আমাদের সামনে দিয়েছেন এবং তাতে বলেছেন, যার আমানত নেই তার ঈমান নেই। যার ওয়াদা ঠিক নেই তার দ্বীন নেই। (বায়হাকী শু'আবুল ঈমান)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৬

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৬। হযরত উবাদা বিন সামেত (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে, এক আল্লাহ ব্যতীত অন্য কোন মা'বুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ দোযখের আগুন হারাম করে দিবেন। (মুসলিম)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৭

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৭। হযরত উসমান* (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে মৃত্যুবরণ করবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম)
* নাম উসমান; উপনাম আবু আব্বুল্লাহ, আবু আমর ও আবু লায়লা। উপাধি যুন্নুরাইন ও গণী। পিতার নাম আফফান ইবনে আবুল আস। আর মাতার নাম আরওয়া বিনতে কুরাইয। তিনি ছিলেন রাসূল (ﷺ)-এর জামাতা ও তৃতীয় খলীফা। তিনি হিজরী ৩৫ সালের ১৪ জিলহজ্জ “আল-আসওয়াদুত-তুজিবী" নামক ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
* নাম উসমান; উপনাম আবু আব্বুল্লাহ, আবু আমর ও আবু লায়লা। উপাধি যুন্নুরাইন ও গণী। পিতার নাম আফফান ইবনে আবুল আস। আর মাতার নাম আরওয়া বিনতে কুরাইয। তিনি ছিলেন রাসূল (ﷺ)-এর জামাতা ও তৃতীয় খলীফা। তিনি হিজরী ৩৫ সালের ১৪ জিলহজ্জ “আল-আসওয়াদুত-তুজিবী" নামক ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৮

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৮। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, দু'টি ব্যাপার (অপর দু'টি ব্যাপারকে) অবধারিত করে দেয়। এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! সে অবধারিত ব্যাপার দু'টি কি? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে মৃত্যুবরণ করে, সে নিশ্চিতরূপে জাহান্নামে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানিয়ে মৃত্যুবরণ করবে, সে নিশ্চিতরূপে জান্নাতে যাবে। (মুসলিম)

তাহকীক:
তাহকীক চলমান