মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৮

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৪৮। হযরত মুআয বিন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি হুযুর (ﷺ)-কে সর্বোৎকৃষ্ট ঈমান সম্পর্কে প্রশ্ন করলে হুযুর (ﷺ) জবাব দেন, ভালবাস তো আল্লাহর জন্য, শত্রু মনে কর তো আল্লাহর জন্য এবং তুমি তোমার জবান আল্লাহর যিকিরে রত রাখ। মুআয (রাযিঃ) বললেন, তা কি, হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি লোকদের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ কর। আর তাদের জন্য তাই অপছন্দ করবে যা নিজের জন্য অপছন্দ কর। (আহমদ)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫০

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৫০। হযরত আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন , কবীরা গুনাহ হল আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা ও মিথ্যা শপথ করা। (বোখারী)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৫১। হযরত আনাস (রাযিঃ)-এর অন্য বর্ণনায় মিথ্যা শপথের পরিবর্তে আছে এবং মিথ্যা সাক্ষী দেয়া। (বোখারী, মুসলিম)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫২

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৫২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, তােমরা ধ্বংসকারী সাতটি জিনিস থেকে দূরে থাক। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কি? তিনি বলেন, ১। আল্লাহর সাথে কাউকে শরীক করা, ২। যাদুটোনা করা, ৩। আইনের দণ্ডবিধি ছাড়া কাউকে হত্যা করা, ৪। সুদ খাওয়া, ৫। ইয়াতিমের মাল খাওয়া, ৬ জেহাদের ময়দান থেকে পলায়ন করা, ৭। ঈমানদার সতী সাধ্বী অবলা মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো। (বোখারী-মুসলিম)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫৩

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৫৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, নবী (ﷺ) বললেন, মুমিন থাকাবস্থায় কেউ যেনা করে না , মু'মিন থাকাবস্থায় কেউ চুরি করে না, মু'মিন থাকাবস্থায় কেউ মদ পান করে না। লুন্ঠনকারী মু'মিন থাকাবস্থায় মানুষের চোখের সামনে লুট করে না। মু'মিন থাকাবস্থায় কেউ আত্মসাৎ করে না। সাবধান, সাবধান! (বোখারী, মুসলিম)

তাহকীক:
তাহকীক চলমান