মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৯
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - কবীরা গুনাহ ও মুনাফেকীর নিদর্শনসমূহ
৪৯।হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোন্‌টি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কাউকে আল্লাহর সমকক্ষ রূপে ডাকা। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সাথে খাবে এ ভয়ে তাকে হত্যা করা। লোকটি বলল, তারপর কোন্‌টি? তিনি বলেন, প্রতিবেশীর বিবির সাথে যেনা করা। একে সত্যায়িত করে আল্লাহ্ পাক কুরআনে বর্ণনা করেন, “যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, যাকে হত্যা করা আল্লাহ্ নিষিদ্ধ করেছেন তাকে আইনের বিধান ছাড়া হত্যা করে না, আর যেনায় লিপ্ত হয় না…”। (বােখারী, মুসলিম)

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান