আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৭২
৫৫৩- সোফা জাতীয় গদিতে বসা।
১১৭২। আবু জামরা (রহঃ) বলেন, আমি ইবনে আব্বাস (রাঃ)-র সাথে উঠা-বসা করতাম। তিনি আমাকে তার গদিতে বসাতেন। তিনি আমাকে বলেন, তুমি আমার নিকট অবস্থান করে যাবত না আমি তোমাকে আমার মালের একটি অংশ দান করি। অতএব আমি তার নিকট দুই মাস অবস্থান করলাম। (বুখারী, মুসলিম)
بَابُ الْجُلُوسِ عَلَى السَّرِيرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ قَالَ‏:‏ كُنْتُ أَقْعُدُ مَعَ ابْنِ عَبَّاسٍ، فَكَانَ يُقْعِدُنِي عَلَى سَرِيرِهِ، فَقَالَ لِي‏:‏ أَقِمْ عِنْدِي حَتَّى أَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي، فَأَقَمْتُ عِنْدَهُ شَهْرَيْنِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭২
৫৫৩- খাটে উপবেশন।
১১৭২. আবু রিফা'আ আদওয়ী (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ)-এর নিকট গিয়া উপস্থিত হইলাম। তিনি তখন খুত্‌বা দিতেছিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! এক আগন্তুক দীন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করার জন্য হাজির হইয়াছে, সে তাঁহার দীন সম্পর্কে কিছুই জানে না। তিনি তখন খুত্‌বা বাদ দিয়া আমার দিকে মনোনিবেশ করিলেন। এই সময় তাঁহার জন্য একখানা চেয়ার আনা হইল, আমার ধারনা হইল উহার পাহাগুলি লৌহ নির্মিত। (অধঃস্তন রাবী হুমাইদ বলেন, আমি দেখিয়াছি উহা ছিল কাল কাঠের। অনেকটা লৌহ বলিয়া ধারনা হইত।) তিনি তাহাতে বসিলেন এবং আমাকে দ্বীনের শিক্ষা দিতে লাগিলেন, যে শিক্ষা আল্লাহ্‌ তাহাকে দান করিয়াছেন। অতঃপর আমি তাঁহার খুত্‌বা অবশিষ্ট অংশ সম্পূর্ণ করিলেন।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي رِفَاعَةَ الْعَدَوِيِّ قَالَ‏:‏ انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَخْطُبُ، فَقُلْتُ‏:‏ يَا رَسُولَ اللهِ، رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ، لاَ يَدْرِي مَا دِينُهُ، فَأَقْبَلَ إِلَيَّ وَتَرَكَ خُطْبَتَهُ، فَأَتَى بِكُرْسِيٍّ خِلْتُ قَوَائِمَهُ حَدِيدًا، قَالَ حُمَيْدٌ‏:‏ أُرَاهُ خَشَبًا أَسْوَدَ حَسَبُهُ حَدِيدًا، فَقَعَدَ عَلَيْهِ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ، ثُمَّ أَتَمَّ خُطْبَتَهُ، آخِرَهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৭৩
৫৫৩- খাটে উপবেশন।
১১৭৩. মুসা ইব্‌ন দিহ্‌কান (রাহঃ) বলেন, আমি হযরত ইব্‌ন উমর (রাযিঃ)-কে উরুসী১ পালঙ্কে উপবিষ্ট দেখিয়াছি- যাহার উপর একটি লাল কাপড় ছিল।
ইমরান ইব্‌ন মুসলিম (রাহঃ) বলেনঃ আমি হযরত আনাস (রাযিঃ)-কে একটি পালঙ্কে এক পায়ের উপর অপর পা তুলিয়া বসিয়া থাকিতে দেখিয়াছি।
حَدَّثَنَا يَحْيَى، قَالَ‏:‏ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ دِهْقَانَ قَالَ‏:‏ رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى سَرِيرِ عَرُوسٍ، عَلَيْهِ ثِيَابٌ حُمْرُ‏.‏ وَعَنْ أَبِيهِ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ قَالَ: رَأَيْتُ أَنَسًا جَالِسًا عَلَى سَرِيرٍ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা