আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৭৪
৫৫৪. চুপি চুপি যাহারা কথা বলিতেছে তাহাদীর মধ্যে ঢুকিবে না
১১৭৪. সাঈদ আল-মাকবূরী বলেন, একবার হযরত ইব্‌ন উমর (রাযিঃ) একটি লোকের সাথে কই জানই আলাপ করিতেছিলেন। এমন সময় আমি সেদিক দিয়া অতিক্রম করিতেছিলাম। আমি তাহাদের পাশে গিয়া দাঁরাইলাম।তিনি আমার বুলে একটি থাপ্পড় মারিয়া বলিলেনঃ যখন কোন দুইজনকে কথা বলিতে দেখিবে তখন না তাহাদের পাশে দাঁড়াইবে, আর না সেখানে বসিব যাবৎ না তাহাদের অনুমতি গ্রহণ কর। তখন আমি বলিলামঃ হে আবু আব্দুর রহমান! আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন! আমি তো এই আশায় দাঁড়াইয়াছিলাম যে,আপনাদের নিকট হইতে কোন ভাল কথা শুনিব।
بَابُ إِذَا رَأَى قَوْمًا يَتَنَاجَوْنَ فَلا يَدْخُلْ مَعَهُمْ
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ قَالَ‏:‏ سَمِعْتُ سَعِيدًا الْمَقْبُرِيَّ يَقُولُ‏:‏ مَرَرْتُ عَلَى ابْنِ عُمَرَ، وَمَعَهُ رَجُلٌ يَتَحَدَّثُ، فَقُمْتُ إِلَيْهِمَا، فَلَطَمَ فِي صَدْرِي فَقَالَ‏:‏ إِذَا وَجَدْتَ اثْنَيْنِ يَتَحَدَّثَانِ فَلاَ تَقُمُّ مَعَهُمَا، وَلاَ تَجْلِسْ مَعَهُمَا، حَتَّى تَسْتَأْذِنَهُمَا، فَقُلْتُ‏:‏ أَصْلَحَكَ اللَّهُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنَّمَا رَجَوْتُ أَنْ أَسْمَعَ مِنْكُمَا خَيْرًا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৭৫
৫৫৪. চুপি চুপি যাহারা কথা বলিতেছে তাহাদীর মধ্যে ঢুকিবে না
১১৭৫. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেন, যে ব্যাক্তি আলাপরত ব্যাক্তিদের আলাপ কান পাতিয়া শুনে অথচ তাহারা রা অপছন্দ করে, তাঁহার কানে শীসা ঢালিয়া দেওয়া হইবে। আর যে ব্যাক্তি কষ্ট কল্পনার স্বপ্ন দেখে, তাহাকে কিয়ামতের দিন বলা হইবে, যবের মধ্যে গিরা দিতে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ مَنْ تَسَمَّعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ، صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ‏.‏ وَمَنْ تَحَلَّمَ بِحُلْمٍ كُلِّفَ أَنْ يَعْقِدَ شَعِيرَةً‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান