আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৪১
৪৭৫- কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪১. আবু হামযা বলেন, আমি হযরত ইব্ন আব্বাস (রাযিঃ)-কে সালামের জবাবে ওয়া আলাইকা ‘ওয়া রাহমাতুল্লাহ’ বলিতে শুনিয়াছি।
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ إِذَا سُلِّمَ عَلَيْهِ يَقُولُ: وَعَلَيْكَ، وَرَحْمَةُ اللهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৪২
৪৭৫- কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪২. আবু আব্দুল্লাহ্ (অর্থাৎ ইমাম বুখারী) বলেন, কলা বিবি বর্ণনা করিয়াছেন এক ব্যক্তি আসিয়া বলিলঃ আস্সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্! জবাবে তিনি বলিলেনঃ ‘ওয়া আলাইকাস্ সালামু ওয়া রাহমাতুল্লাহ!’
قَالَ أَبُو عَبْدِ اللهِ: وَقَالَتْ قَيْلَةُ: قَالَ رَجُلٌ: السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: وَعَلَيْكَ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৪৩
৪৭৫- কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪৩. হযরত আবু যার (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে আসিয়া উপনীত হইলাম আর তিনি তখন সবেমাত্র নামায পড়িয়া উঠিয়াছেন। আমিই সেই প্রথম ব্যক্তি যে, সর্বপ্রথম তাহাকে ইসলামী রীতি অনুসারে সালাম দেই। জবাবে তিনি বলিলেনঃ ওয়া আলাইকা ওয়া রাহমাতুল্লাহ্! তুমি কোন গোত্রের লোক হে! আমি বলিলামঃ গিফার গোত্রের।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ فَرَغَ مِنْ صَلاَتِهِ، فَكُنْتُ أَوَّلَ مَنْ حَيَّاهُ بِتَحِيَّةِ الإِسْلاَمِ، فَقَالَ: وَعَلَيْكَ، وَرَحْمَةُ اللهِ، مِمَّنْ أَنْتَ؟ قُلْتُ: مِنْ غِفَارٍ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৪৪
৪৭৫- কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪৪. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) বলিলেনঃ হে আয়েশা! ইনি হইতেছেন জিবরাঈল, তিনি তোমাকে সালাম বলিতেছেন। তিনি বলেন, আমি বলিলাম, ওয়া আলাইহিস্ সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আমি যাহা দেখিতে পাই না আপনি তো তাহা দেখিতে পান! হযরত আয়েশার এই সম্বোধন ছিল রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি।
حَدَّثَنَا عَبْدُ اللهِ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّهُ قَالَ: قَالَ أَبُو سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: يَا عَائِشُ، هَذَا جِبْرِيلُ، وَهُوَ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ، قَالَتْ: فَقُلْتُ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى. تُرِيدُ بِذَلِكَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০৪৫
৪৭৫- কিভাবে সালামের উত্তর দিবে?
১০৪৫. মু’আবিয়া ইব্ন কুর্রা বলেন, আমার পিতা একদা আমাকে বলিলেনঃ বৎস যখন কোন ব্যক্তি তোমার নিকট দিয়া অতিক্রমকালে তোমাকে বলে, আস্সালামু আলাইকুম’, তখন তুমিও আলাইকা (এবং তোমার উপর) বলিও না, কেননা, ইহাতে মনে হয়, তুমি কেবল তাহাকেই বুঝি সালাম দিতেছ, অথচ সে একা নহে, বরং তুমি বলিবে আস্সালামু আলাইকুম!১
حَدَّثَنَا مَطَرٌ، قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: حَدَّثَنَا بِسْطَامٌ قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ قَالَ: قَالَ لِي أَبِي: يَا بُنَيَّ، إِذَا مَرَّ بِكَ الرَّجُلُ فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَلاَ تَقُلْ: وَعَلَيْكَ، كَأَنَّكَ تَخُصُّهُ بِذَلِكَ وَحْدَهُ، فَإِنَّهُ لَيْسَ وَحْدَهُ، وَلَكِنْ قُلِ: السَّلامُ عَلَيْكُمْ.

তাহকীক:
তাহকীক চলমান
