আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৪০
৪৭৫. কিভাবে সালামের জবাব দিবে
১০৪০. হযরত আব্দুল্লাহ্ ইব্ন আম্র (রাযিঃ) বলেনঃ একদা আমরা মক্কা ও মদীনার মধ্যবর্তী এক স্থানে একটি গাছের ছায়ায় নবী করীম (ﷺ)-এর সাথে উপবিষ্ট ছিলাম, এমন সময় একজন বর্বর ও কঠোর প্রকৃতির বেদুইন আসিয়া বলিল, আস্সালামু আলাইকুম’! জবাবে উপস্থিত লোকজন বলিলেনঃ ওয়া আলাইকুম!
بَابُ كَيْفَ رَدُّ السَّلامِ؟
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ، عَنْ عُقْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ظِلِّ شَجَرَةٍ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ، إِذْ جَاءَ أَعْرَابِيٌّ مِنَ أَجْلَفِ النَّاسِ وَأَشَدِّهِمْ فَقَالَ: السَّلامُ عَلَيْكُمْ، فَقَالُوا: وَعَلَيْكُمُ.

তাহকীক:
তাহকীক চলমান