আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৩৮
৪৭৪- মারহাবা (স্বাগতম)।
১০৩৮. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, একদা ফাতিমা (রাযিঃ) হ্যাঁটিতে হ্যাঁটিতে আসিয়া উপস্থিত হইলেন, আর তাহার হ্যাঁটা ছিল নবী করীম (ﷺ)-এর হ্যাঁটারই অনুরূপ। নবী করীম (ﷺ) তখন বলিয়া উঠিলেনঃ মারহাবা-স্বাগতম কন্যা আমার! অতঃপর তাহাকে স্বীয় ডানপার্শ্বে অথবা বামপার্শ্বে বসাইয়া দিলেন।
بَابُ مَرْحَبًا
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي كَأَنَّ مِشْيَتَهَا مَشْيُ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: مَرْحَبًا بِابْنَتِي، ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ شِمَالِهِ.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০৩৯
৪৭৪- মারহাবা (স্বাগতম)।
১০৩৯. হযরত আলী (রাযিঃ) বলেন, একদা আম্মার (রাযিঃ) নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হওয়ার অনুমতি প্রার্থনা করিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার আওয়াজ চিনিতে পারিয়া বলিয়া উঠিলেনঃ সুজন ও পবিত্র ব্যক্তিকে মারহাবা-স্বাগতম!
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: اسْتَأْذَنَ عَمَّارٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَعَرَفَ صَوْتَهُ، فَقَالَ: مَرْحَبًا بِالطَّيِّبِ الْمُطَيَّبِ.

তাহকীক:
তাহকীক চলমান