আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৪৬
৪৭৬. যে ব্যক্তি সালামের জবাব দেয় না
১০৪৬. আব্দুল্লাহ্ ইব্ন সামিত বলেন, আমি একদা হযরত আবু যারকে বলিলাম, আমি আব্দুর রহমান ইব্ন উম্মুল হিকামের পাশ দিয়া অতিক্রম কালে তাহাকে সালাম দিলাম, কিন্তু তিনি আমার সালামের কোন জবাব দিলেন না। জবাবে তিনি বলিলেনঃ ভাতিজা, তোমার তাহাতে কি আসে যায়? তোমার সালামের জবাব দিয়াছেন তাহার চাইতে উত্তম জন, তিনি হইতেছেন তাহার ডান পার্শ্বের ফিরিশতা।
بَابُ مَنْ لَمْ يَرُدَّ السَّلامَ
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ قَالَ: قُلْتُ لأَبِي ذَرٍّ: مَرَرْتُ بِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أُمِّ الْحَكَمِ فَسَلَّمْتُ، فَمَا رَدَّ عَلَيَّ شَيْئًا؟ فَقَالَ: يَا ابْنَ أَخِي، مَا يَكُونُ عَلَيْكَ مِنْ ذَلِكَ؟ رَدَّ عَلَيْكَ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ، مَلَكٌ عَنْ يَمِينِهِ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৪৭
৪৭৬. যে ব্যক্তি সালামের জবাব দেয় না
১০৪৭. যায়িদ ইব্ন ওয়াহব হযরত আব্দুল্লাহ্র সূত্রে বলেনঃ সালাম হইতেছে আল্লাহ্র পবিত্র নাম সমূহের একটি। তিনি উহা পৃথিবীতে দিয়াছেন। সুতরাং তোমরা পরস্পরের মধ্যে উহার প্রচলন কর। এক ব্যক্তি যখন কোন এক দল লোককে সালাম দেয় আর তাহারা উহার জবাব দেয় তাহাদের চাইতে তাহার একটি মর্যাদা (দর্জা) বেশী হয়, কেননা সেই তাহাদিগকে সালামের কথা স্মরণ করাইয়া দিয়াছে। যদি তাহারা তাহার সালামের জবাব একান্ত নাও দেয়, তবে এমন একজন তাহার দিয়া দেন যে, তাহার (বা তাহাদের) চাইতেও উত্তম ও পবিত্র।
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: إِنَّ السَّلاَمَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللهِ، وَضَعَهُ اللَّهُ فِي الأَرْضِ، فَأَفْشُوهُ بَيْنَكُمْ، إِنَّ الرَّجُلَ إِذَا سَلَّمَ عَلَى الْقَوْمِ فَرَدُّوا عَلَيْهِ كَانَتْ لَهُ عَلَيْهِمْ فَضْلُ دَرَجَةٍ، لأَنَّهُ ذَكَّرَهُمُ السَّلاَمَ، وَإِنْ لَمْ يُرَدَّ عَلَيْهِ رَدَّ عَلَيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَأَطْيَبُ.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৪৮
৪৭৬. যে ব্যক্তি সালামের জবাব দেয় না
১০৪৮. হিশাম বলেনঃ হযরত হাসান (রাযিঃ) বলিয়াছেনঃ সালাম দেওয়া হইতেছে নফল (ঐচ্ছিক) কিন্তু উহার জবাব দেওয়া ফরয (বাধ্যতামূলক)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ قَالَ: التَّسْلِيمُ تَطَوَّعٌ، وَالرَّدُّ فَرِيضَةٌ.

তাহকীক:
তাহকীক চলমান