আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯০
৫০- শিশুদিগকে চুম্বন
৯০। হযরত আয়েশা (রাযিঃ) বলেন ঃ জনৈক বেদুইন নবী করীম (ﷺ) এর খেদমতে আসিয়া বলিলঃ “আপনারা কি শিশুদেরকে চুম্বন দেন ? কই , আমরা তাে শিশুদের চুম্বন দেই না।” তখন নবী করীম (ﷺ) ফরমাইলেন ঃ আল্লাহ্ তা'আলা যদি তােমার অন্তর হইতে দয়ামায়া একান্তই তুলিয়া নেন, তবে আমার হাতে কী করার আছে হে।
بَابُ قُبْلَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: أَتُقَبِّلُونَ صِبْيَانَكُمْ؟ فَمَا نُقَبِّلُهُمْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: أَوَ أَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللَّهُ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ؟.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৯১
৫০- শিশুদিগকে চুম্বন
৯১। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) একদা হযরত আলী (রাযিঃ)-এর পুত্র হাসানকে চম্বুন দিলেন। আক্রা ইবন হাবিস তামীমী (রাযিঃ) তখন তাঁহার নিকট উপবিষ্ট ছিলেন। তখন আক্রা বলিলেন ঃ আমার তাে দশটি সন্তান রহিয়াছে। কই আমি তাে কোন দিন তাহাদিগকে চুম্বন দেই নাই। তখন রাসুলুল্লাহ (ﷺ) তাহার দিকে তাকাইলেন এবং বলিলেন ঃ যে ব্যক্তি দয়া করে না, সে দয়া পায় না।
بَابُ قُبْلَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: قَبَّلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم حَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسٌ، فَقَالَ الأَقْرَعُ: إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ: مَنْ لا يَرْحَمُ لا يُرْحَمُ.