আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৯
৪৯- মাতৃজাতি স্নেহময়ী
৮৯। হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) বলেন ঃ একদা একটি মহিলা হযরত আয়েশা (রাযিঃ)-এর কাছে আসিল। হযরত আয়েশা (রাযিঃ) তাহাকে তিনটি খেজুর দিলেন। সে তাহার ছেলে দুইটিকে একটি করিয়া খেজুর দিয়া নিজের জন্য একটি হাতে রাখিয়া দিন। ছেলে দুইটি খেজুর দুইটি খাইয়া তাহাদের মায়ের দিকে তাকাইতে লাগিল। মহিলাটি তৃতীয় খেজুরটিকে দুই টুকরা করিয়া এক এক টুকরা এক এক ছেলের হাতে দিয়া দিল। অতঃপর নবী করীম (ﷺ) ঘরে আসিলে হযরত আয়েশা (রাযিঃ) তাহার কাছে এই ঘটনা বিবৃত করিলেন। তখন নবী করীম (ﷺ) ফরমাইলেন ঃ ইহাতে তােমার বিষ্মিত হইবার কি আছে ? তাহার ছেলে দুইটির প্রতি তাহার দয়াপ্রণতার জন্য আল্লাহ তা'আলা তাহার প্রতি দয়াপ্রবণ হইয়াছেন।
بَابُ الْوَالِدَاتُ رَحِيمَاتٌ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ فَضَالَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللهِ الْمُزَنِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ‏:‏ جَاءَتِ امْرَأَةٌ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَأَعْطَتْهَا عَائِشَةُ ثَلاَثَ تَمَرَاتٍ، فَأَعْطَتْ كُلَّ صَبِيٍّ لَهَا تَمْرَةً، وَأَمْسَكَتْ لِنَفْسِهَا تَمْرَةً، فَأَكَلَ الصِّبْيَانُ التَّمْرَتَيْنِ وَنَظَرَا إِلَى أُمِّهِمَا، فَعَمَدَتْ إِلَى التَّمْرَةِ فَشَقَّتْهَا، فَأَعْطَتْ كُلَّ صَبِيٍّ نِصْفَ تَمْرَةٍ، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرَتْهُ عَائِشَةُ فَقَالَ‏:‏ وَمَا يُعْجِبُكِ مِنْ ذَلِكَ‏؟‏ لَقَدْ رَحِمَهَا اللَّهُ بِرَحْمَتِهَا صَبِيَّيْهَا‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান