আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৮
৪৮- সাথীর ধন ও সন্তান বৃদ্ধির দুআ করা
৮৮। হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হইলাম। সে সময় আমার মা ও খালা উম্মে হারাম ছাড়া সেখানে আর কেহই ছিলেন না। এমন সময় নবী করীম (ﷺ) তাশরীফ আনিলেন। তিনি আসিয়াই বলিলেনঃ “আমি কি তােমাদিগকে লইয়া নামায পড়িব না ? অথচ তখন কোন (নির্ধারিত) নামাযের ওয়াক্ত ছিল না। তখন কে একজন প্রশ্ন করিল ? সে সময় আনাসকে কোথায় দাঁড় করাইয়াছিলেন ? জবাবে তিনি বলিলেন ঃ ডান দিকে? অতঃপর তিনি আমাদিগকে নিয়া নামায পড়িলেন (অর্থাৎ তিনি নামাযে আমাদের ইমামতি করিলেন। অতঃপর তিনি আমাদের তথা গৃহবাসীদের জন্য দু'আ করিলেন-দু'আ করিলেন আমাদের দুনিয়া ও আখিরাতের সর্বাবিধ মঙ্গলের জন্য। তখন আমার মাতা বলিয়া উঠিলেন ঃ ইয়া রাসূলুল্লাহ্ ! আপনার এই ক্ষুদে খাদেমটি ইহার জন্য আল্লাহর কাছে দু'আ করুন। তখন তিনি আমার সর্বাবিধ মঙ্গলের জন্য দু'আ করিলেন। তাঁহার দু'আর শেষ কথা ছিল ঃ “প্রভু! তাহাকে অধিক ধন ও সন্তান দান করুন এবং তাহাকে বরকত দান করুন।”
بَابُ مَنْ دَعَا لِصَاحِبِهِ أَنْ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ‏:‏ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمًا، وَمَا هُوَ إِلاَّ أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ خَالَتِي، إِذْ دَخَلَ عَلَيْنَا فَقَالَ لَنَا‏:‏ أَلاَ أُصَلِّي بِكُمْ‏؟‏ وَذَاكَ فِي غَيْرِ وَقْتِ صَلاَةٍ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ‏:‏ فَأَيْنَ جَعَلَ أَنَسًا مِنْهُ‏؟‏ فَقَالَ‏:‏ جَعَلَهُ عَنْ يَمِينِهِ‏؟‏ ثُمَّ صَلَّى بِنَا، ثُمَّ دَعَا لَنَا أَهْلَ الْبَيْتِ بِكُلِّ خَيْرٍ مِنْ خَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ، فَقَالَتْ أُمِّي‏:‏ يَا رَسُولَ اللهِ، خُوَيْدِمُكَ، ادْعُ اللَّهَ لَهُ، فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ، كَانَ فِي آخِرِ دُعَائِهِ أَنْ قَالَ‏:‏ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান