আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১৮- বিবিধ প্রসঙ্গ। - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯০৪
অপরের বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি প্রার্থনা করা।
৯০৪ । আতা ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমি কি আমার মায়ের কাছে যেতেও তার অনুমতি চাইবো? তিনি বলেনঃ হ্যাঁ । সে বললো, আমি যদি একই ঘরে তার সাথে একত্রে বসবাস করি? তিনি বলেনঃ “তবুও তার কাছে অনুমতি চাইবে।” সে বললো, আমি তার খেদমত করে থাকি । রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তুমি কি তোমার মাকে অনাবৃত অবস্থায় দেখা পছন্দ করবে?” সে বললো, না। তিনি বলেনঃ “তবে তার কাছেও অনুমতি নিয়ে প্রবেশ করো”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। অনুমতি নিয়ে ভিতর বাড়িতে প্রবেশ করা উতি উত্তম। প্রত্যেক ব্যক্তিরই অপর ব্যক্তির কাছে তার অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত।**
بَابُ: الاسْتِئْذَانِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ، قَالَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» ، قَالَ: إِنِّي أَخْدُمُهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لا، قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الاسْتِئْذَانُ حَسَنٌ، وَيَنْبَغِي أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ عَلَى كُلِّ مَنْ يَحْرُمُ عَلَيْهِ النَّظَرُ إِلَى عَوْرَتِهِ وَنَحْوِهَا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান