আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১২. অধ্যায়ঃ জিহাদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৮৯ টি

হাদীস নং: ১৯৬৩
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৩. হযরত সাহল ইবন হানযালিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি হলেন, সাহল ইবন রবী ইবন আমর (রা)। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়া পালনে অর্থ ব্যয়কারী ঐ ব্যক্তির মত যে তার হাতকে দান-খয়রাতে প্রসারিত করে রাখল, আর কখনও তা গুটালো না।
(হাদীসটি আবূ দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1963- وَعن سَهْلِ بن الحنظلِيَّةِ، وَهُوَ سَهْل بن الربيع بن عَمْرو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رسول الله ﷺ المنفق على الخيلِ كَالبَاسِطِ يَدَهُ بِالصَّدْقَةِ لا يَقْبِضُهَا
رواه ابو داؤد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৬৪
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৪. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন; রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামত পর্যন্ত যোড়ার ললাটের কেশগুচ্ছে কল্যাণ বেঁধে রাখা হয়েছে।
(হাদীসটি মালিক, বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1964- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৬৫
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৫. হযরত উরওয়া ইবন আবুল জা'দ (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটের কেশগুচ্ছে কল্যাণ তথা সওয়াব ও গণীমত রাখা হয়েছে।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1965- وَعَن عُرْوَة بن أبي الْجَعْد رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر الْأجر والمغنم إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৬৬
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৬. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: ঘোড়ার ললাটের কেশগুচ্ছে কিয়ামত পর্যন্তই কল্যাণ ও মর্যাদা নিহিত রয়েছে। ঘোড়ার মালিকগণ এরদ্বারা। সাহায্যপ্রাপ্ত হবে। তোমরা ঘোড়ার কপালে হাত বুলিয়ে দাও, ঘোড়ার জন্য বরকতের দু'আ কর এবং এদের। গলায় মালা পরিয়ে দাও কিন্তু জাহিলিয়াতের যুগের মত মালা পরিও না।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1966- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر والنيل إِلَى يَوْم الْقِيَامَة وَأَهْلهَا مُعَانُونَ عَلَيْهَا فامسحوا بنواصيها وَادعوا لَهَا بِالْبركَةِ وقلدوها وَلَا تقلدوها الأوتار

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৬৭
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৭. হযরত জারীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে হাতের আঙুল দ্বারা ঘোড়ার। কপালের কেশদাম আঁচড়াতে দেখেছি। তিনি বলছিলেন: ঘোড়ার কপালের কেশগুচ্ছে কিয়ামত পর্যন্তই কল্যাণ নিহিত রয়েছে, অর্থাৎ এতে রয়েছে সওয়াব ও গণীমত।
(হাদীসটি মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1967- وَعَن جرير رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يلوي نَاصِيَة فرس بِأُصْبُعِهِ وَهُوَ يَقُول الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر إِلَى يَوْم الْقِيَامَة الْأجر وَالْغنيمَة

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৬৮
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৮. হযরত মা'কাল ইবন ইয়াসার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ -এর কাছে ঘোড়া থেকে প্রিয়তর আর কোন বস্তু ছিল না। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আমাকে মাফ করুন। নারী।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1968- وَعَن معقل بن يسَار رَضِي الله عَنهُ قَالَ لم يكن شَيْء أحب إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْخَيل ثمَّ قَالَ غفرانك النِّسَاء

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৬৯
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬৯. এ হাদীসটি নাসাঈ হযরত আনাস (রা)-এর হাদীস থেকে বর্ণনা করেছেন। তাঁর শব্দমালা হলো: রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে নারীর পরে ঘোড়ার চেয়ে অধিক পসন্দনীয় আর কিছুই ছিল না।
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1969- وَرَوَاهُ النَّسَائِيّ من حَدِيث أنس وَلَفظه لم يكن شَيْء أحب إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعد النِّسَاء من الْخَيل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭০
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭০. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। প্রত্যেক আরবী ঘোড়াকেই ভোরবেলায় কতকগুলো নির্ধারিত শব্দমালায় দু'আ করার কথা বলা হয়। (শব্দগুলো হলোঃ) 'হে আল্লাহ। আমাকে তুমি মানুষের অধীন করে দিয়েছ এবং তার মালিকানাধীন করে দিয়েছ, অতএব আমাকে তার সম্পদ ও পরিজনের মধ্যে প্রিয়তম করে দাও।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1970- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من فرس عَرَبِيّ إِلَّا يُؤذن لَهُ عِنْد كل سحر بِكَلِمَات يَدْعُو بِهن اللَّهُمَّ خولتني من خولتني من بني آدم وجعلتني لَهُ فَاجْعَلْنِي أحب أَهله وَمَاله أَو من أحب أَهله وَمَاله إِلَيْهِ

رَوَاهُ النَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭১
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ঘোড়ার ললাটের কেশদামেই রয়েছে সমৃদ্ধি।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1971- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْبركَة فِي نواصي الْخَيل

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭২
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭২. হযরত উকবা ইবন আবদ আস-সুলামী (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছেন: তোমার ঘোড়ার ললাটের কেশদাম, গ্রীবার পশম ও পুচ্ছ কর্তন করো না। কেননা পুচ্ছদ্বারা সে ক্ষতিকর বস্তু থেকে আত্মরক্ষা করে থাকে, গ্রীবার পশম দ্বারা সে তাপ সংরক্ষণ করে। আর ঘোড়ার ললাটের কেশদামে নিহিত রয়েছে কল্যাণ।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত সনদে এক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1972- وَعَن عقبَة بن عبد السّلمِيّ رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تقصوا نواصي الْخَيل وَلَا معارفها وَلَا أذنابها فَإِن أذنابها مذابها ومعارفها دفؤها ونواصيها مَعْقُود فِيهَا الْخَيْر

رَوَاهُ أَبُو دَاوُد وَفِي إِسْنَاده رجل مَجْهُول
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৩
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৩. হযরত উকবা ইবন আমির ও আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসুলুল্লাহ্ মায়ের (ﷺ) বলেছেনঃ উত্তম ঘোড়া হল সেই ঘোড়া যার সম্পূর্ণ শরীর কালো, কপালের মধ্যভাগ হাল্কা সাদা বর্ণের ও উপরের চোয়াল এবং হাঁটুর নীচের অংশ উজ্জ্বল সাদা বর্ণের।
ইয়াযীদ ইবন আবু হাবীব বলেন, আর যদি ঘন কালো বর্ণের না হয়, তবে এ সকল গুণসহ খয়েরী বর্ণের ঘোড়া।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1973- وَعَن عقبَة بن عَامر وَأبي قَتَادَة رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير الْخَيل الأدهم الأقرح الأرثم المحجل طلق الْيَد الْيُمْنَى

قَالَ يزِيد يَعْنِي ابْن أبي حبيب فَإِن لم يكن أدهم فكميت على هَذِه الشية

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৪
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৪. এ হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ এবং হাকিম শুধু হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযীর ভাষ্যটি হল: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তম ঘোড়া হল সেই ঘোড়া, যার সারা শরীর ঘন কালো, কপালে হাল্কা সাদা বর্ণের এবং নাকের দিক উজ্জ্বল সাদা বর্ণের। তারপর ঐ ঘোড়া যার কপালে হাক্কা সাদা বর্ণের, পায়ের দিকটি উজ্জ্বল সাদা, কিন্তু ডান হাত এমন নয়। তারপর ঘন কালো বর্ণের ঘোড়া না হলে এসব বৈশিষ্ট্য সহ খয়েরী বর্ণের ঘোড়া।
(তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। হাকীম বলেছেন, এটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1974- وَرَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم عَن أبي قَتَادَة وَحده وَلَفظ التِّرْمِذِيّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير الْخَيل الأدهم الأقرح الأرثم ثمَّ الأقرح المحجل طلق الْيَد الْيُمْنَى فَإِن لم يكن أدهم فكميت على هَذِه الشية
قَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৫
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৫. হযরত উকবা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেন: তুমি যখন যুদ্ধে যাবার ইচ্ছা কর, তখন এমন ঘোড়া ক্রয় কর যেটার কপাল ও পায়ের দিক উজ্জ্বল সাদা বর্ণের এবং যেটা লম্বা কদমে পথ চলে। এমন করলে তুমি জয়ী হবে এবং শত্রু থেকে নিরাপদ থাকবে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন: এটি মুসলিমের শর্তানুসারে সহীহ।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1975 - وَعَن عقبَة رَضِي الله عَنهُ أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أردْت أَن تغزو فاشتر فرسا أغر محجلا مُطلق الْيُمْنَى فَإنَّك تغنم وتسلم

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৬
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৬. হযরত আবু ওয়াহব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা এমন ঘোড়া নির্বাচন কর, যা খয়েরী কিংবা লাল-সাদা মিশ্রিত অথবা কাল বর্ণের এবং যার কপাল ও হাত-পা সাদা।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এটি আরও বিস্তারিত বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1976- وَعَن أبي وهب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عَلَيْكُم من الْخَيل بِكُل كميت أغر محجل أَو أشقر أغر محجل أَو أدهم أغر محجل

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ أطول من هَذَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৭
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: গাঢ় লাল বর্ণের ঘোড়ার মধ্যে সৌভাগ্য ও বিজয় নিহিত রয়েছে।
(হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন: হাদীসটি হাসান-গরীব।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1977- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يمن الْخَيل فِي شقرها

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৮
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৭৮. হযরত হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) -কে মি'রাজের রাত্রে এমন এক জনপদে নিয়ে আসা হলো, যেখানে মানুষ যে দিন ফসল রোপণ করে, সেদিনই ফসল কেটে ঘরে তোলে। তারা যখন ক্ষেতের ফসল কেটে দেয়, পুনরায় তা পূর্বের ন্যায় হয়ে যায়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞেস করলেনঃ হে জিবরাঈল। এরা কারা? জিবরাঈল (আ) বললেন, এরা আল্লাহর পথের মুজাহিদ। এদের পূণ্য সাতশ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়। এরা যা খরচ করেছে, তার সওয়াব এমন করে বৃদ্ধি করা হবে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1978- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة أسرِي بِهِ أَتَى على قوم يزرعون فِي يَوْم ويحصدون فِي يَوْم كلما حصدوا عَاد كَمَا كَانَ فَقَالَ يَا جِبْرَائِيل من هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ المجاهدون فِي سَبِيل الله تضَاعف لَهُم الْحَسَنَة بسبعمائة ضعف وَمَا أَنْفقُوا من شَيْء فَهُوَ يخلفه

رَوَاهُ الْبَزَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৭৯
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৭৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তা'আলা ঐ একদিনের রোযার পরিবর্তে তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর খরীফ* দূরে সরিয়ে নেন।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)

*খরীফ অর্থ একটি তাজী ঘোড়ার তীব্রগতিতে সত্তর বছরের পথ। অর্থাৎ যদি কেউ জিহাদরত অবস্থায় নফল ইবাদত করে, তাহলে জান্নাত তার নিকটতর হয়ে যাবে এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেয়া হবে।
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1979- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يَصُوم يَوْمًا فِي سَبِيل الله إِلَّا باعد الله بذلك الْيَوْم وَجهه عَن النَّار سبعين خَرِيفًا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৮০
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮০. হযরত মুয়ায ইবন আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন; রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে রমযান ব্যতীত অন্য কোন সময় একদিন রোযা রাখে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নাম থেকে দ্রুতগামী তাজী ঘোড়ার গতি অনুযায়ী একশ' বছরের দূরত্বে সরিয়ে দেন।
(হাদীসটি যুবান ইবন ফাইদ সূত্রে আবূ ইয়ালা বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1980- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْمًا فِي سَبِيل الله فِي غير رَمَضَان بعد من النَّار مائَة عَام سير الْمُضمر الْجواد

رَوَاهُ أَبُو يعلى من طَرِيق زبان بن فائد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৮১
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮১. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোযা রাখে, আল্লাহ তা'আলা সেই ব্যক্তি ও দোযখের মধ্যে এক খন্দক ব্যবধান সৃষ্টি করে দেন। একটি খন্দকের দূরত্ব আসমান ও যমীনের দূরত্বের সমান।
(তাবারানী হাদীসটি 'আওসাত' ও 'সগীরে' হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1981- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْمًا فِي سَبِيل الله جعل الله بَينه وَبَين النَّار خَنْدَقًا كَمَا بَين السَّمَاء وَالْأَرْض

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৯৮২
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮২. হযরত আবু উমামা (রা) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তাআলা সেই ব্যক্তি ও দোযখের মধ্যে এমন এক খন্দকের ব্যবধান সৃষ্টি করে দেন, যা আসমান ও যমীনের মধ্যকার ব্যবধানের মত (প্রশস্ত)।
(হাদীসটি তিরমিযী ওয়ালীদ ইবন জামীল থেকে এবং ওয়ালীদ ইবন জামীল কাসিম থেকে এবং কাসিম আবূ উমামা থেকে বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1982- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صَامَ يَوْمًا فِي سَبِيل الله جعل الله بَينه وَبَين النَّار خَنْدَقًا كَمَا بَين السَّمَاء وَالْأَرْض

رَوَاهُ التِّرْمِذِيّ عَن الْوَلِيد بن جميل عَن الْقَاسِم عَنهُ وَقَالَ حَدِيث غَرِيب
tahqiq

তাহকীক: