মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
২২. আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৮০
কারো বিপদে আনন্দ প্রকাশ করা নিষেধ
হাদীস নং- ৪৮০
হযরত ওয়াসিলা ইব্ন আসকা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তুমি তোমার ভাই-এর (বিপদে) আনন্দ প্রকাশ করো না, নতুবা আল্লাহ্ তা'আলা ঐ বিপদ তার থেকে দূর করে তোমাকে উক্ত বিপদে জড়িত করে দেবেন।
হযরত ওয়াসিলা ইব্ন আসকা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তুমি তোমার ভাই-এর (বিপদে) আনন্দ প্রকাশ করো না, নতুবা আল্লাহ্ তা'আলা ঐ বিপদ তার থেকে দূর করে তোমাকে উক্ত বিপদে জড়িত করে দেবেন।
قَالَ أَبُوْ حَنِيْفَةَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ: «لَا تُظْهِرَنَّ شَمَاتَةً لِأَخِيْكَ فَيُعَافِيَهُ اللهُ وَيَبْتَلِيَكَ اللهُ»

তাহকীক:
তাহকীক চলমান
