মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

২২. আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৭৮
কাল বা সময়কে গালি দেয়া নিষেধ
হাদীস নং- ৪৭৮

হযরত আবু কাতাদা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সময় ও কালকে খারাপ বলো না বা গালি দিও না। কেননা আল্লাহ্ তা'আলা হলেন যুগ বা সময় ও কাল।
عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا الدَّهْرَ، فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ»
হাদীস নং:৪৭৯
কাল বা সময়কে গালি দেয়া নিষেধ
হাদীস নং- ৪৭৯

হযরত ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, আমি ৮০ হিজরীতে জন্মগ্রহণ করেছি এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবা হযরত আব্দুল্লাহ ইব্ন উনায়স (রাযিঃ) ৯৪ হিজরীতে কুফায় আগমণ করেন। আমি তাঁকে দেখেছি এবং চৌদ্দ বছর বয়সে আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি কোন বস্তুর মহব্বত তোমাকে অন্ধ ও বধির করে দিতে পারে।
قَالَ أَبُوْ حَنِيْفَةَ: وُلِدْتُ سَنَةَ ثَمَانِيْنَ، وَقَدِمَ عَبْدُ اللهِ بْنُ أُنَيْسٍ صَاحِبُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكُوْفَةَ سَنَةَ أَرْبَعٍ وَتِسْعِيْنَ، وَرَأَيْتُهُ، وَسَمِعْتُ مِنْهُ، وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، سَمِعْتُهُ يَقُوْلُ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ: «حُبُّكَ الشَّيْءَ يُعْمِيْ وَيُصِمُّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা