মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৭৮
কাল বা সময়কে গালি দেয়া নিষেধ
হাদীস নং- ৪৭৮

হযরত আবু কাতাদা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সময় ও কালকে খারাপ বলো না বা গালি দিও না। কেননা আল্লাহ্ তা'আলা হলেন যুগ বা সময় ও কাল।
عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا الدَّهْرَ، فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ»

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন অজ্ঞ ও নির্বোধ লোক দুনিয়ার বিভিন্ন বিষয়ে তিক্ততার কারণে সময় বা কালের উপর লা'নত, নিন্দা বা গালাগালি করায় অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু বাস্তবে এ গর্হিত ও অশোভনীয় কথা জ্ঞান ও বিবেক সমর্থন করে না। কেননা যদিও যুগ বা কাল দুনিয়ার ঘটনাবলীর উপর কোন প্রভাব বা প্রতিক্রিয়া রাখে, তবুও তাকে খারাপ বলার কোন অর্থ হয় না। কেননা প্রকৃত ঘটনা হলো এই যে, দুনিয়ার বিভিন্ন বিষয়ের পরিবর্তনে কালের কোন প্রতিক্রিয়া নেই, কাল বা যুগ সম্পূর্ণ প্রভাবহীন। সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামীন করে থাকেন। সমস্ত কিছুই তাঁর অধীনে ও ক্ষমতার মধ্যে এবং প্রতিটি কাজ হিকমত ও কল্যাণের উপর প্রতিষ্ঠিত যা তিনিই খুবই ভাল জানেন এবং বুঝেন। মানুষের কি শক্তি আছে যে, তাঁর গুপ্ত রহস্য ভেদ করে এবং তাঁর কলা কৌশল ও হিকমত পর্যন্ত পৌঁছতে পারে। তাই যুগ, কাল বা সময়কে খারাপ বলা জ্ঞান ও বিবেক বিরোধী এবং মাযহাবেও নিষেধ রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৭৮ | মুসলিম বাংলা