মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৭৯
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৭৯

হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মৃত্যু আমার উপর সহজ হয়ে গিয়েছে যে, আমি বেহেশতের মধ্যে তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখেছি।
অন্য এক রিওয়ায়েতে আছে, নবী করীম (ﷺ) বলেছেন : আমি বেহেশতের মধ্যে তোমাকে (আয়েশাকে) আমার স্ত্রী হিসেবে দেখেছি। এরপর দৃষ্টি দিলেন এবং বললেন : আমার উপর মৃত্যু সহজ হয়ে গিয়েছে। কেননা আমি আয়েশা (রাযিঃ)-কে বেহেশতে আমার স্ত্রী হিসেবে দেখেছি।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيْمَ النَّخَعِيِّ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَيُهَوِّنُ عَلَيَّ الْمَوْتَ أَنِّيْ رَأَيْتُكِ زَوْجَتِيْ فِي الْجَنَّةِ».
وَفِيْ رِوَايَةٍ: «أَنِّيْ رَأَيْتُكِ زَوْجَتِيْ فِي الْجَنَّةِ»، ثُمَّ الْتَفَتَ، وَقَالَ: «هُوِّنَ عَلَيَّ الْمَوْتُ، لِأَنِّيْ رَأَيْتُ عَائِشَةَ فِي الْجَنَّةِ».
হাদীস নং:৩৮০
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮০


শা’বী (রাহঃ) থেকে বর্ণিত, হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমার মধ্যে সাতটি বৈশিষ্ট্য এমন ছিল যে, নবী (ﷺ)-এর অপর কোন স্ত্রীর তা ছিল না। (প্রথমত) আমার পিতা হুযূর (ﷺ)-এর নিকট সর্বাপেক্ষা প্রিয়পাত্র ছিলেন আর আমি নিজেও তাঁর কাছে সবচেয়ে প্রিয়। (দ্বিতীয়) আমাকেই কেবল নবী (ﷺ) কুমারী অবস্থায় বিবাহ করেছেন। (তৃতীয়) হযরত জিবরাঈল (আ) তাঁর নিকট আমার চেহারা না দেখানো পর্যন্ত তিনি (ﷺ) আমাকে বিয়ে করেননি। (চতুর্থ) আমি হযরত জিবরাঈল (আ)-কে দেখেছি। নবী (ﷺ)-এর অন্য কোন স্ত্রী এ সৌভাগ্য লাভ করেননি। (পঞ্চম) আমরা একই চাদরের নীচে থাকা অবস্থায় ও হযরত জিবরাঈল (আ) আগমণ করেছেন। (ষষ্ঠ) আমার ব্যাপারে কুরআনের আয়াত নাযিল হয়েছে। এমনকি এরদ্বারা একদল মুসলমান ধ্বংস থেকে রেহাই পান। (সপ্তম) আমার ঘরেই রাসুলুল্লাহ (ﷺ)-এর জান কবয করা হয়। আমারই পালার দিনে-রাতে আমার বক্ষ ও কণ্ঠের মধ্যবর্তী স্থানে মাথা রেখে।
عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: " لَقَدْ كُنَّ فِيَّ خِلَالٌ سَبْعٌ لَمْ يَكُنْ لِأَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُنْتُ أَحَبَّهُنَّ إِلَيْهِ أبًا، وَأَحَبَّهُنَّ إِلَيْهِ نَفْسًا، وَتَزَوَّجَنِي بِكْرًا، وَمَا تَزَوَّجَنِي حَتَّى أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِصُورَتِي، وَلَقَدْ رَأَيْتُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، وَمَا رَآهُ أَحَدٌ مِنَ النِّسَاءِ غَيْرِي، وَكَانَ يَأْتِيهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ وَأَنَا فِي شِعَارِهِ، وَلَقَدْ نَزَلَ فِيَّ عُذْرٌ كَادَ أَنْ يَهْلِكَ فِئَامٌ مِنَ النَّاسِ، وَلَقَدْ قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي وَلَيْلَتِي وَيَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي "
হাদীস নং:৩৮১
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮১

শাবী (রাহঃ) থেকে বর্ণিত, হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমার মধ্যে এমন সাতটি বৈশিষ্ট্য রয়েছে যা রাসূলুল্লাহ (ﷺ)-এর অন্য কোন স্ত্রীর মধ্যে ছিল না : (১) নবী (ﷺ) কুমারী বা কিশোরী অবস্থায় আমাকে বিবাহ করেছেন। তাঁর স্ত্রীদের মধ্যে আর কাউকে কুমারী অবস্থায় বিবাহ করেননি। (২) বিবাহের পূর্বে হযরত জিবরাঈল (আ) আমার আকৃতি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পেশ করেছেন। আমাকে ব্যতীত অন্যকোন স্ত্রীর আকৃতি বিবাহের পূর্বে তাঁকে এভাবে দেখানো হয়নি। (৩) আমি হযরত জিবরাঈল (আ)-কে দেখেছি। আমি ব্যতীত অন্য কোন স্ত্রী তাঁকে দেখেননি। (৪) আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাঁর নিজের চেয়ে অধিক প্রিয় ছিলাম এবং আমার পিতাও তাঁর নিকট প্রিয় ছিলেন। (৫) আমার পবিত্রতা ঘোষণা করে কুরআনের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে। অন্যথায় (ইফকের ঘটনার ব্যাপারে) মানুষের একটি দল ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল। (৬) আমার ঘরে এবং পালার রাত ও দিনে তিনি ইনতিকাল করেন। (৭) আমার গলা ও বুকের মধ্যে তাঁর পবিত্র আত্মা কবয করা হয়।
অন্য এক রিওয়ায়েতে আছে, হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমার মধ্যে এমন সাতটি বৈশিষ্ট্য রয়েছে যা আঁ হযরত (ﷺ)-এর অন্য কোন স্ত্রীর মধ্যে ছিল না : (১) কুমারী অবস্থায় তিনি আমাকে বিবাহ করেছেন। আমাকে ছাড়া অন্য কোন স্ত্রীকে কুমারী অবস্থায় বিবাহ করেননি। (২) আমাকে বিবাহ করার পূর্বে হযরত জিবরাঈল আমার আকৃতি (প্রতিকৃতি) নিয়ে তাঁর সামনে অবতীর্ণ হয়েছেন। অথচ আমাকে ব্যতীত অন্য কোন স্ত্রীর আকৃতি নিয়ে তিনি অবতীর্ণ হননি। (৩) নিজ সত্তা থেকেও আমি তাঁর নিকট অধিক প্রিয় ছিলাম এবং আমার পিতাও তাঁর নিকট খুবই প্রিয় ছিলেন। (৪) আমার পরিস্কার ব্যাপারে পবিত্র কুরআন অবতীর্ণ হয়। অন্যথায় তখন মানুষের একটি দল ধ্বংস হওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিল। (৫) আমার ঘরে ও আমার পালার দিন তিনি ইনতিকাল করেন। (৬) আমার গলা ও বুকের মধ্যে মাথা রেখে তিনি ইনতিকাল করেন। (৭) আমাকে হযরত জিবরাঈল (আ)-কে দেখানো হয়েছে। অথচ আমাকে ছাড়া অন্য কোন স্ত্রীকে তা দেখানো হয়নি।
عَنْ عَوْنِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " فِيَّ سَبْعُ خِصَالٍ لَيْسَتْ فِي وَاحِدَةٍ مِنْ أَزْوَاجِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَزَوَّجَنِي وَأَنَا بِكْرٌ، وَلَمْ يَتَزَوَّجْ أَحَدًا مِنْ نِسَائِهِ بِكْرًا غَيْرِي، وَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِصُورَتِي، قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي، وَلَمْ يَنْزِلْ بِصَورَةِ وَاحِدَةٍ مِنْ نِسَائِهِ غَيْرِي، وَأَرَانِي جِبْرِيلَ، وَلَمْ يُرِهِ أَحَدًا مِنْ أَزْوَاجِهِ غَيْرِي، وَكُنْتُ مِنْ أَحَبِّهِنَّ إِلَيْهِ نَفْسًا وَأَبًا، وَنَزَلَتْ فِيَّ آيَاتٌ مِنَ الْقُرْآنِ، كَادَ أَنْ يَهْلِكَ فِئَامٌ مِنَ النَّاسِ، وَمَاتَ فِي لَيْلَتِي وَيَوْمِي، وَتُوُفِّيَ بَيْنَ سَحْرِي وَنَحْرِي "، وَفِي رِوَايَةٍ، أَنَّهَا قَالَتْ: " إِنَّ فِيَّ سَبْعَ خِصَالٍ مَا هُنَّ فِي وَاحِدَةٍ مِنْ أَزْوَاجِهِ: تَزَوَّجَنِي بِكْرًا وَلَمْ يَتَزَوَّجْ بِكْرًا غَيْرِي، وَأَتَاهُ جِبْرِيلُ بِصُورَتِي، قَبْلَ أَنْ يَتَزَوَّجَنِي، وَلَمْ يَأْتِهِ جِبْرِيلُ بِصُورَةِ أَحَدٍ مِنْ أَزْوَاجِهِ غَيْرِي، وَمِنْ أَحَبِّهِنَّ إِلَيْهِ نَفْسًا وَأَبًا، وَأُنْزِلَ فِيَّ عُذْرٌ، كَادَ يَهْلِكَ فِئَامٌ مِنَ النَّاسِ، وَمَاتَ فِي يَوْمِي وَلَيْلَتِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَأَرَانِي جِبْرِيلَ، وَلَمْ يُرِهِ أَحَدًا مِنْ أَزْوَاجِهِ غَيْرِي "
হাদীস নং:৩৮২
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮২

মাসরূক থেকে বর্ণিত, যখন তিনি যখন হযরত আয়েশা (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করতেন, তখন বলতেন, আমার নিকট হাদীস বর্ণনা করেছেন সিদ্দীকা (সত্যবাদিনী) যিনি হযরত সিদ্দীকের কন্যা, যিনি পবিত্র (অভিযোগ থেকে) এবং যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রিয়।
عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ: " أَنَّهُ كَانَ إِذَا حَدَّثَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَ: حَدَّثَتْنِي الصِّدِّيقَةُ بِنْتُ الصِّدِّيقِ، الْمُبَرَّأَةُ، حَبِيبَةُ رَسُولِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩৮৩
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৩

অনুবাদঃ হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, একবার তিনি হযরত আয়েশা (রাযিঃ)-কে পীড়িত অবস্থায় দেখার উদ্দেশ্যে তাঁর নিকট যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। হযরত আয়েশা (রাযিঃ) এটা বলে সংবাদ প্রেরণ করেন যে, আমি এ সময় ব্যথা-বেদনায় কষ্টে আছি, সুতরাং আপনি এবার ফিরে যান। হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) সংবাদ বাহকের নিকট বলেন যে, আমি হাযিরা না দিয়ে ফিরে যাওয়ার মত ব্যক্তি নই। সংবাদ বাহক ফিরে এলেন এবং একই কথা হযরত আয়েশা (রাযিঃ)-এর নিকট বললেন। তখন তিনি তাকে আসার জন্য অনুমতি প্রদান করেন। এরপর তিনি বলেন, আমি চিন্তা ও দুঃখে-বেদনায় পতিত হয়েছি এবং আমি মৃত্যু যন্ত্রণাকে ভয় করছি। তখন ইব্‌ন আব্বাস (রাযিঃ) তাঁকে বললেন, সুসংবাদ নিন। আল্লাহর শপথ। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এটা বলতে শুনেছি যে, আয়েশা (রাযিঃ) বেহেশতে থাকবেন। রাসূলুল্লাহ্ (ﷺ) আল্লাহর নিকট এতো অধিক মর্যাদাসম্পন্ন যে, তাঁর বিবাহ কোন দোযখবাসীর সাথে হতে পারেনা। তখন হযরত আয়েশা (রাযিঃ) বললেন, তুমি আমার দুঃখ-বেদনা দূর করে দিয়েছ, আল্লাহ্ তোমার দুঃখ দূর করে দেবেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى عَائِشَةَ لِيَعُوْدَهَا فِيْ مَرَضِهَا، فَأَرْسَلَتْ إِلَيْهِ: إِنِّيْ أَجِدُ غَمًّا وَكَرْبًا، فَانْصَرِفْ، فَقَالَ لِلرَّسُوْلِ: مَا أَنَا بِالَّذِيْ يَنْصَرِفُ حَتَّى أَدْخُلَ، فَرَجَعَ الرَّسُوْلُ، فَأَخْبَرَهَا بِذَلِكَ، فَأَذِنَتْ لَهُ، فَقَالَتْ: إِنِّيْ أَجِدُ غَمًّا وَكَرْبًا، وَأَنَا مُشْفِقَةٌ مِمَّا أَخَافُ أَنْ أُهْجَمَ عَلَيْهِ، فَقَالَ لَهَا ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَبْشِرِيْ، فَوَاللهِ، سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ: «عَائِشَةُ فِي الْجَنَّةِ»، وَكَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْرَمَ عَلَى اللهِ أَنْ يُزَوِّجَهُ حَمْرَةً مِنْ حُمَرِ جَهَنَّمَ، فَقَالَتْ: فَرَّجْتَ فَرَّجَ اللهُ تَعَالَى عَنْكَ».