মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৪
হযরত শাবী (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৪
হযরত আমির শা'বী (রাহঃ) সম্পর্কে বর্ণিত আছে, যখন তিনি মাগাযী অর্থাৎ যুদ্ধের বিবরণ শুরু করতেন হযরত ইব্ন উমর (রাযিঃ) তা শুনেতেন। শোনার সময় তিনি বলতেন, তিনি (ইমাম শা'বী) এমনভাবে বর্ণনা করতেন, যেন তিনি যুদ্ধে অংশগ্রহণকারী দলের সাথে ছিলেন।
হযরত আমির শা'বী (রাহঃ) সম্পর্কে বর্ণিত আছে, যখন তিনি মাগাযী অর্থাৎ যুদ্ধের বিবরণ শুরু করতেন হযরত ইব্ন উমর (রাযিঃ) তা শুনেতেন। শোনার সময় তিনি বলতেন, তিনি (ইমাম শা'বী) এমনভাবে বর্ণনা করতেন, যেন তিনি যুদ্ধে অংশগ্রহণকারী দলের সাথে ছিলেন।
عَنِ الْهَيْثَمِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: كَانَ يُحَدِّثُ عَنِ الْمَغَازِي، وَابْنُ عُمَرَ يَسْمَعُهُ، قَالَ حِينَ يَسْمَعُ حَدِيثَهُ: «إِنَّهُ يُحَدِّثُ كَأَنَّهُ شَهِدَ الْقَوْمَ»

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৩৮৫
হযরত শাবী (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৫
হযরত শা'বী সম্পর্কে বর্ণিত আছে, যখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুদ্ধ সম্পর্কে বর্ণনা করতেন, এরূপ মজলিসে, যেখানে হযরত ইব্ন উমর (রাযিঃ) স্বয়ং উক্ত যুদ্ধে উপস্থিত ছিলেন।
হযরত শা'বী সম্পর্কে বর্ণিত আছে, যখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুদ্ধ সম্পর্কে বর্ণনা করতেন, এরূপ মজলিসে, যেখানে হযরত ইব্ন উমর (রাযিঃ) স্বয়ং উক্ত যুদ্ধে উপস্থিত ছিলেন।
عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ عَامِرٍ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ عَنْ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَلَقَةٍ فِيهَا ابْنُ عُمَرَ، فَقَالَ: «إِنَّهُ لَيُحَدِّثُ حَدِيْثًا كَأَنَّهُ يَشْهَدُ»

তাহকীক:
তাহকীক চলমান