মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮৬
হযরত ইবরাহীম, আলকামা এবং আব্দুল্লাহ (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৬

হযরত আবু হানীফা (রাহঃ) বলেন, আমি হাম্মাদ (রাহঃ)-কে এ কথা বলতে শুনেছি, আমি যখন ইবরাহীম নখঈ (রাহঃ)-কে দেখতাম, তখন তাঁর স্বভাব-চরিত্র প্রত্যক্ষকারী প্রত্যেক ব্যক্তি বলতেন, তাঁর স্বভাব-চরিত্র হযরত আলকামার মত। যিনি হযরত আলকামা (রাযিঃ)-কে দেখেছেন, তিনি বলতেন, তাঁর স্বভাব ও চরিত্র হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ)-এর মত এবং যিনি হযরত ইব্ন মাসউদ (রাযিঃ)-কে দেখেছেন, তিনি বলতেন, তাঁর চরিত্র হুবহু রাসূলূল্লাহ (ﷺ)-এর মত।
زُفَرُ قَالَ: سَمِعْتُ أَبَا حَنِيفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ حَمَّادًا، يَقُولُ: " كُنْتُ إِذَا نَظَرَتُ إِلَى إِبْرَاهِيمَ، فَكُلُّ مَنْ رَأَى هَدْيَهُ، يَقُولُ: كَانَ هَدْيُهُ هَدْيَ عَلْقَمَةَ، وَيَقُولُ: مَنْ رَأَى عَلْقَمَةَ، يَقُولُ: كَانَ هَدْيُهُ هَدْيَ عَبْدِ اللَّهِ، وَيَقُولُ مَنْ رَأَى هَدْيَ عَبْدِ اللَّهِ: كَانَ هَدْيُهُ هَدْيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা