মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৮৭
হযরত আবু হানীফা (রাহঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৭
হযরত আব্দুল্লাহ ইবনে দাউদ বলেন, আমি হযরত ইমাম আবু হানীফা (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি প্রথম সারির তাবেঈদের মধ্যে কার সাহচর্য লাভ করেছিলেন? তখন তিনি বলেন, হযরত কাসিম, সালিম, তাউস, ইকরামা, মাকহুল, আব্দুল্লাহ ইবনে দীনার, হাসান বসরী, আমর ইবনে দীনার, আবু যুবায়ের, আতা, কাতাদা, ইবরাহীম, শা'বী, নাফি (রাহঃ) প্রমুখ মনীষীবর্গের।
হযরত আব্দুল্লাহ ইবনে দাউদ বলেন, আমি হযরত ইমাম আবু হানীফা (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি প্রথম সারির তাবেঈদের মধ্যে কার সাহচর্য লাভ করেছিলেন? তখন তিনি বলেন, হযরত কাসিম, সালিম, তাউস, ইকরামা, মাকহুল, আব্দুল্লাহ ইবনে দীনার, হাসান বসরী, আমর ইবনে দীনার, আবু যুবায়ের, আতা, কাতাদা, ইবরাহীম, শা'বী, নাফি (রাহঃ) প্রমুখ মনীষীবর্গের।
أَبُو حَمْزَةَ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ دَاوُدَ، يَقُولُ: قُلْتُ لِأَبِي حَنِيفَةَ: " مَنْ أَدْرَكْتَ مِنَ الْكُبَرَاءِ؟ قَالَ: الْقَاسِمَ، وَسَالِمًا، وَطَاوُسًا، وَعِكْرِمَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ دِينَارٍ، وَالْحَسَنَ الْبَصْرِيَّ، وَعَمْرَو بْنَ دِينَارٍ، وَأَبَا الزُّبَيْرِ، وَعَطَاءً، وَقَتَادَةَ، وَإِبْرَاهِيمَ، وَالشَّعْبِيَّ، وَنَافِعًا، وَأَمْثَالَهُمْ "

তাহকীক:
তাহকীক চলমান
