মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৮৭
হযরত আবু হানীফা (রাহঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮৭

হযরত আব্দুল্লাহ ইবনে দাউদ বলেন, আমি হযরত ইমাম আবু হানীফা (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম যে, আপনি প্রথম সারির তাবেঈদের মধ্যে কার সাহচর্য লাভ করেছিলেন? তখন তিনি বলেন, হযরত কাসিম, সালিম, তাউস, ইকরামা, মাকহুল, আব্দুল্লাহ ইবনে দীনার, হাসান বসরী, আমর ইবনে দীনার, আবু যুবায়ের, আতা, কাতাদা, ইবরাহীম, শা'বী, নাফি (রাহঃ) প্রমুখ মনীষীবর্গের।
أَبُو حَمْزَةَ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ دَاوُدَ، يَقُولُ: قُلْتُ لِأَبِي حَنِيفَةَ: " مَنْ أَدْرَكْتَ مِنَ الْكُبَرَاءِ؟ قَالَ: الْقَاسِمَ، وَسَالِمًا، وَطَاوُسًا، وَعِكْرِمَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ دِينَارٍ، وَالْحَسَنَ الْبَصْرِيَّ، وَعَمْرَو بْنَ دِينَارٍ، وَأَبَا الزُّبَيْرِ، وَعَطَاءً، وَقَتَادَةَ، وَإِبْرَاهِيمَ، وَالشَّعْبِيَّ، وَنَافِعًا، وَأَمْثَالَهُمْ "

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত আছে, ইমাম আবূ হানীফা (র)-এর উস্তাদবৃন্দের সংখ্যা চার হাজার এবং ছাত্র ছিল অসংখ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৮৭ | মুসলিম বাংলা