মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৮২
হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৮২

মাসরূক থেকে বর্ণিত, যখন তিনি যখন হযরত আয়েশা (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করতেন, তখন বলতেন, আমার নিকট হাদীস বর্ণনা করেছেন সিদ্দীকা (সত্যবাদিনী) যিনি হযরত সিদ্দীকের কন্যা, যিনি পবিত্র (অভিযোগ থেকে) এবং যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রিয়।
عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ: " أَنَّهُ كَانَ إِذَا حَدَّثَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَ: حَدَّثَتْنِي الصِّدِّيقَةُ بِنْتُ الصِّدِّيقِ، الْمُبَرَّأَةُ، حَبِيبَةُ رَسُولِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে মাসরূক সংক্ষিপ্ত বাক্যের দ্বারা হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর গুণাবলী ও মর্যাদা বর্ণনা করেছেন। ইফকের তথা অপবাদের ঘটনায় হযরত সিদ্দীকা (রা)-এর সত্যবাদিতা, সততা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই তাঁর নামের সাথে সিদ্দীকা উপাধি মর্যাদার কারণ হিসেবে গণ্য হয়েছে। যেহেতু তাঁর পবিত্রতা আসমানী শাহাদত ও কুরআনের সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে, এজন্য তাঁকে مبرات উপাধিতে ভূষিত করা হয়েছে। যেহেতু তাঁর মহব্বত ও ভালবাসা রাসূল মাকবূল (সা)-এর পবিত্র অন্তরে সবচেয়ে বেশি স্থায়ী আসন করে নিয়েছিল, তাই তাঁকে হাবিবায়ে রাসূল (حبيبه رسول) উপাধি দ্বারা ভূষিত করা হয়েছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৮২ | মুসলিম বাংলা