মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৮
হযরত খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৭৮
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, হযরত খাদীজা (রাযিঃ)-কে বেহেশতে এমন ঘরের সুসংবাদ দেয়া হয়েছে, যেখানে কোন শোরগোল চিৎকার থাকবে না এবং কোন দুঃখ-কষ্টও থাকবে না।
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, হযরত খাদীজা (রাযিঃ)-কে বেহেশতে এমন ঘরের সুসংবাদ দেয়া হয়েছে, যেখানে কোন শোরগোল চিৎকার থাকবে না এবং কোন দুঃখ-কষ্টও থাকবে না।
عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «بُشِّرَتْ خَدِيجَةُ بِبَيْتٍ فِي الْجَنَّةِ، لَا صَخَبَ فِيهَا وَلَا نَصَبَ»