মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৮৬
ইদ্দতের বর্ণনা
হাদীস নং- ২৮৬

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) যখন হযরত সওদা (রাযিঃ)-কে তালাক দেয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন তাঁকে বললেন : তুমি ইদ্দত পালন করবে।
عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِسَوْدَةَ حِينَ طَلَّقَهَا: «اعْتَدِّي»
হাদীস নং:২৮৭
ইদ্দতের বর্ণনা
হাদীস নং- ২৮৭

হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন হযরত সওদা (রাযিঃ)-কে তালাক প্রদানের ইচ্ছা পোষণ করেন, তখন হযরত সওদা (রাযিঃ)-কে বলেন তুমি ইদ্দত পালন করবে।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِسَوْدَةَ حِينَ طَلَّقَهَا: «اعْتَدِّي»