মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৮৫
কৌতুকার্থে তালাক উচ্চারণ করা
হাদীস নং- ২৮৫

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তিনটি বিষয় এমন যেগুলোর যথার্থ তো যথার্থই, এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থই। সেগুলো হচ্ছে: (১) বিবাহ (২) তালাক ও (৩) রাজআত।
عَنْ عَطَاءٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهِكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ جِدُّهُنَّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ "