মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ২৮৭
ইদ্দতের বর্ণনা
হাদীস নং- ২৮৭

হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন হযরত সওদা (রাযিঃ)-কে তালাক প্রদানের ইচ্ছা পোষণ করেন, তখন হযরত সওদা (রাযিঃ)-কে বলেন তুমি ইদ্দত পালন করবে।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِسَوْدَةَ حِينَ طَلَّقَهَا: «اعْتَدِّي»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের দ্বারা এ মাসয়ালাও প্রমাণিত হয় যে, তালাকপ্রাপ্তা আযাদ নারীর জন্য ইদ্দত পালন বাধ্যতামূলক, বাঁদী বা দাসীর জন্য নয়। পবিত্র কুরআনেও এ দিকে ইঙ্গিত করে বলা হয়েছে فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ “তাদের (বাদী বা দাসীর) জন্য ইদ্দত পালন করা জরুরী নয়।" (৩৩:৪৯)।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৮৭ | মুসলিম বাংলা