মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৮. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৭৮
মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম
হাদীস নং- ২৭৮

হযরত আবু যর (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম।
عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِتْيَانُ النِّسَاءِ نَحْوَ الْمَحَايِشِ حَرَامٌ»
হাদীস নং:২৭৯
মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম
হাদীস নং- ২৭৯

হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, মহিলাদের মলদ্বারে সঙ্গম করার ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে।
عَنْ مَعْنٍ، قَالَ: وَجَدْتُ بِخَطِّ أَبِي عَوْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: «نُهِينَا أَنْ نَأْتِيَ النِّسَاءَ فِي مَحَاشِهِنَّ»
হাদীস নং:২৮০
মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম
হাদীস নং- ২৮০

হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, নারীদের মলদ্বারে সঙ্গম করা হারাম।
عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ الْقَعْقَاعِ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ قَالَ: «حَرَامٌ أَنْ تُؤْتَى النِّسَاءُ فِي الْمَحَايِشِ»