মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৮০
মহিলাদের মলদ্বারে সঙ্গম করা হারাম
হাদীস নং- ২৮০

হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, নারীদের মলদ্বারে সঙ্গম করা হারাম।
عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ الْقَعْقَاعِ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ قَالَ: «حَرَامٌ أَنْ تُؤْتَى النِّسَاءُ فِي الْمَحَايِشِ»

হাদীসের ব্যাখ্যা:

পূর্ববর্তী হাদীসে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৮০ | মুসলিম বাংলা